( *、3 > ) ইহার নিকটস্থ সকল স্থানে সবুদ দলুর উপদ্রব হওয়াতে কৃষি কর্মের ও ব্যাঘাত হইয়াছে। ৩৫৫ ৷৷ বারমহল ৷ ভারতবর্ষের দক্ষিণ দিগে দুবিড় রাজ্য মধ্যে বারমহল নামে এক দেশ আছে, বারমহল নামের তাৎ পৰ্য্যাথ এই যে তাহার অধীনে বার গ্রাম আছে, ইহার পশ্চিম দিগে ঘাট নামক পৰ্ব্বত শ্রেণী, এবণ পূৰ্ব্ব দিগে সমুদ্র, ই২ ১৭১১ বা ১২০৬ শালে শ্রীরঙ্গপত্তন ধূ"স হইলে কর্ণাটের নানাদেশ এ দেশ ভূক্ত হইয়াছিল, বারমহল দেশে বর্ষাকালে আতিশয় শীত হয়, অনিমিত্তে লোকের তথকালে তথা বাস করে না, এই দেশের অধিকাংশ পতিত ভূমি এব^ তথা ধান্য অল্প জন্মে, কিন্তু অন্যান্য শস্য ও নারিকেল ইত্যাদি যথেষ্ট উৎ পন্ন হয়, তথাকার নিষ্কর ভূমিভোগী ভাগ্যবান লোকের প্রতি রাজার এই এক আদেশ অাছে, যে ক্ষেত্র ভূমিতে জল দিবার জন্যে তাহার স্ব ২ ব্যয় দ্বারা পুস্তুরিণী খনন করাইবেন, তাহার জল দ্বারা যে সকল ভূমি সেচিত হইবেক, সেই তাবৎ ভূমির চতুর্থা^শের একাংশ ঐ ব্যয় কারির পুরুষানুক্রমে অধিকার করিতে পারবেন, এবং সময়ানুসারে সেই পুস্তুরিণীর পঙ্কো দ্বারাদি করিবেন, অপর আনাগুণ্ডি নামক স্থানের অধ্যক্ষ রায়া রূর পতন হইলে এই বারমহল ও রাইকোটা এব০২ অন্যান্য দেশ চিনাপত্ত্বনের জগদেবের অধীন হইল, এব০২ তাহার পরে এই জগদেবের বংশ "স হইলে কৃপা নামক স্থানের নবাব ও মহসুিরের রাজ কর্তৃক কৃতাংশ হইয়া ঐ নবাব বারমহল দেশ ও মহীসুরের রাজা চিনাপত্তন প্রাপ্ত হইলেন, তৎপরে হয়দর শাহ এ দেশ মহীসুর রাজ্যভুক্ত করিয়া ইs ১৭১২ বাণ ১১১১ শালে ই^লওঁীয়দিগকে অপর্ণ করিল
পাতা:সন্দেশাবলি.djvu/২২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।