পাতা:সন্দেশাবলি.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ४ १ ) তৎকালে এই দেশের হাসাবস্থা ছিল, কিন্তু কলোনেল আলেক জন্দর রিড সাহেবের চেষ্টা দ্বারা ইহার এতাদৃশ উন্নতি হইল, যে প্রজাদিগের নিকট ভূমির কর পূৰ্ব্বাপেক্ষায় অল্প লইয়া ও দ্বিগুণ রাজস্ব উৎপন্ন হইয়াছিল, বারমহল দেশে ১৯ অংশ হিন্দু ও একাণ২শ অন্যান্য জাতি আছে, এই দেশ উক্ত নবাবের পূৰ্ব্বে কথন প্রকৃত রূপে জবনাধিকার হয় নাই। ৩৫৬ ৷ বারাণসী ৷ আলাহাবাদ প্রদেশে বারাণসী নামে এক প্রসিদ্ধ নগর আছে, তথা শীতকালে অতিশয় শীত হয়, এবণ২ চৈত্র মাসাবধি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এতাদৃশ গ্রীষ্ম ও হইয় থাকে, যে তাহাতে লোকের অত্যন্ত কুিষ্ট হয়, এ নগরে এবং তৎসমৃক্ত পাটনা বক্লার গাজিপুর ও মেরজাপুরে যব, গোপূম, মটর, মসিন প্রভূতি শস্য যথেষ্ট ও উত্তম ২ জন্মে, কিন্তু ধান্য অল্প হয়, কারণ তথাকার লোকের রবিশস্যের প্রতি যাদৃশ পরিশ্রম করে, ধানেৎপত্তি নিমিত্তে তাদৃশ যত্নবান হয় না, বারাণসীতে যথেষ্ট ইক্ষু জন্মে, এবং আমু বৃক্ষের বাহুল্যে উক্ত নগর বনের ন্যায় দৃষ্ট হয়, এ অতি ধনাঢ্য নগর, ইহার উত্তর দিগে লুধাবস্ত্র, পশ্চিম দিগে বাফত পৰ্ব্ব দিগে শাল প্রস্তুত হয়, এবং নগর বালি লোকের ও স্বর্ণ এবং রৌপ্য যুক্ত নানাবিধ সূত্রবস্ত্র পুসুত করে, এ নগরের পুধান নদী গঙ্গা, গোমতী, ও কৰ্ম্মনাশা, এব০১ শোণ নামে এক প্রধান নদ অাছে, ই-২ ১৮০১ বা ১২০৮ শালে মারকুইস ওএলিস্লির আজ্ঞানুসারে বারাণসীতে 9 ооооо с1% পুজা স~থ্য হইয়াছিল, তন্মধ্যে পাঁচ অংশ হিন্দু ও একাদশ জবন, পূৰ্ব্বকালে মধুরাম নামে এক ব্যক্তি গাণ২পুরের অৰ্দ্ধাণsশ স্থানের অধিকারী হইয় ক্রমে বারাণসী ও হস্ত গত করিয়াছিল, ই° ১৭৪০ বা^ ১১৪৭ শালে ঐ ব্যক্তি পরলোক গমন করিলে