পাতা:সন্দেশাবলি.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 、 b○ ) তাহার পুত্র বলবন্ত সি০২হ ত্রিশ বৎসর বয়সে উত্তরাধিকারী হইয়া এই বারাণসীর যে প্রকার উন্নতি করিয়াছিলেন, অদ্যাবধি সেই ভাবেই আছে, ঐ বলবন্ত সিংহের পুত্র চেত সি~হ ই০২ ১৭৭০ বাণ২ ১১৭৭ শালে নগরাধ্যক্ষ হইয়। ই০২ ১৭৮১ বাণ২ ১১৮৮ শালে রাজ্যচ্যুত হইলেন, ই০২ ১৭৭৫ বাণ ১১৮২ শালে অযোধ্যার নবাব কর্তৃক এই নগরের চতুরত্ৰীয় ভূমি ১২০০ ক্রোশ পরিমিত হইয়া ৬২ খণ্ডে বিভক্ত হয়, তন্মধ্যে গঙ্গার উভয় তীরে ১০ ০০০ ক্রোশ উৰ্ব্বর ভূমি ছিল। ৩৫৭ ৷৷ বালাঘাট ৷ ভারতবর্ষের দক্ষিণদিগে প্রাচীরবৎ সমান রেখাতে এব০২ ছত্রাকারের ন্যায় উপরি ভাগ যে ঘাট নামক এক প্রশস্ত পৰ্ব্বতশ্রেণী আছে, তাহার উপরে কৃষ্ণা নদী অবধি মফিসর রাজ্যের দক্ষিণ দিগ পর্যন্ত যে স্থান, সেই স্থান ব্যাপিয়া বালাঘাট নামক এক পুসিদ্ধ দেশ আছে, এই দেশ দিগের প্রাচীন কর্ণাট রাজ্য ইদানী" বালাঘাট শব্দে কথিত হইয়াছে, যদ্যপি ঐ কর্ণাট রাজ্যের কোন অণ২শ ঘাট পৰ্বতের নিম্ন ভাগে নাই, তথাচ জবন ও ই০২লণ্ডীয়দিগের কথিতানুসারে ঘাটের উপরিস্থ কর্ণাটকে না বুঝাইয়। এই কর্ণাট তাহার নিয়ে আছে এমত অনুভব হয়, ইহার অধিক ভূমিতে শস্য জন্মে, তদ্ভিন্ন তুলা ও নীল যথেষ্ট উৎপন্ন হয়, সেই নীল বাণিজ্যার্থে নানাস্থানে পুেরিত হইয় থাকে, যৎকালীন বাল। ঘাট স্বদেশীয় লোকের অধীনে ছিল, তৎকালে কারণৌল, আদলি, কমিম, হারপনলি, রাইদুর্গ, বলহরি, গুতিয়ণ্ডি, চোটা, কৃপা, গরমকুণ্ড, পঙ্গানুর, ও সিদ্ধৌত, এই কএক খণ্ডে বিভক্ত হইয়াছিল, এই দেশের সন্মুখের উচ্চ স্থানে কৃষ্ণ ও তুম্বদু নামে যে দুই নদী আছে তভিন্ন আর কোন বৃহৎ নদী নাই,