( 3 S з ) অধিক ছিল, এব^ ইহার রাজস্ব ১৬৫ ১৫৪৫ টাকা উৎপন্ন হইত, তৎপরে ই^ ১৮০৮ এবং ১৮০১ শালে কেবল ভূমির কর ১৬৬১১০৮ টাকা এবণ অন্যান্য বিষয়ে ১৩২৬৬২ সৰ্ব্বশুদ্ধ ১৮০২৫ ৭০ টাকা করিয়া বার্ষিক উপস্বত্ব হইয়াছিল, কিন্তু অনীশ্বরতা প্রযুক্ত অর্থাৎ রাজা শূন্য হইয়া ক্রমে হ্রাস হই য়াছে। ৩৫৮ ৷৷ বালিয়াঘাট ৷ কলিকাতার পূর্ব দিগস্থ থালের নিকট বালিয়াঘাট নামে এক স্থান আছে, এ স্থানে নানা দেশ হইতে সমাগত জাহাজের দ্রব্যাদি রক্ষিত হয়, পূৰ্ব্বকালে এই স্থানে অতি শয় বন ছিল, এব°২ সেই বনে অনেক ব্যাস্তু বাস করিত তন্নিমিত্তে লোকের কলিকাতায় গমনাগমনে অত্যন্ত সশঙ্কিত হইত, কিন্তু এইক্ষণে সে বন পরিস্তুত হইয়া বালিয়াঘাট ও কলিকাতার পথের পাশ্বভাগে উদ্যান ও গৃহ স্থাপিত হইয়াছে, এই বালিয়াঘাট ও চাদপালের ঘাটের নিকট দিয়া যে এক থাল গমন করিয়া ছিল, সে বৈঠকখানার দক্ষিণ দিগের খালের সহিত যুক্ত ছিল, ইহা কলিকাতাস্থ প্রাচীন লোকদিগের অদ্যাবধি স্মরণ হইতে পারে। ৩৫১ ৷৷ বালেশ্বর l৷ কলিকাতার দক্ষিণ পশ্চিম দিগে ১১০ ক্রোশান্তরে উড়িস্য প্রদেশে বুড়িবিলন নদী তীরে ময়ুর ভঞ্জ সমৃক্ত বালেশ্বর নামে এক নগর আছে, তথা ঐ নদীতে ২৫০০ মোনের অধিক ভারবাহী জাহাজ গমনাগমন করিতে পারে ন}, তাহার জল জোয়ারকালে ৭০ হস্ত উৰ্দ্ধে, গমন করে, পূৰ্ব্ব কালে বালেশ্বর নগর অতি প্রধান বাণিজ্য স্থল ছিল, এবণ তথা পোতু গাঁস ওলন্দাজ ও ইংলণ্ডীয়দিগের যে সকল বাণিজ্যাগার ছিল সে তাবৎ বহকাল হইল নষ্ট হইয়াছে, ই ১৬৮৮
পাতা:সন্দেশাবলি.djvu/২২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।