পাতা:সন্দেশাবলি.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ネソゃ ) বা ১০১৫ শালে আওরঙ্গজেব বাদশাহের যুদ্ধে কাপ্তেন হিট এক দল সৈন্য ও কতিপয় নাবিক লোকের সাহায্যে কেবল ৩০ টা কামান লইয়া যুদ্ধ করত নগর আক্রমণ পূৰ্ব্বক তাহার ধনাদি অপহরণ করিয়াছিলেন, কিন্তু তৎপরে ঐ নগরাপ্যক্ষ তথাকার ই০১লণ্ডীয়দিগের বাণিজ্যাগারে অগ্নি প্রদান করিল, এবং তাহারদিগের বেতনিক ভূতাদিগকে হিন্দুস্থানে লইয় গেল, ই২ ১৮০৩ বা ১২ ১০ শালে মারসুইস ওএলিসলির কর্তৃত্ব সময়ে নাগপুরস্থ মহারাষ্ট্ৰীয় রাজা কর্তৃক উড়িস্য দেশের ত্ৰই নগরীর অssশ ইংলণ্ডীয়দিগকে অপিত হইয়াছে, এ নগর কলিকাতা হইতে তটবত্মে ১S ১ ক্রোশ অন্তর । ৩৬০ ৷৷ বহিরি l! হিন্দুস্থানে বাহার নামে এক বৃহৎ দেশ আছে ইহার উত্তর দিগে এক বৃহৎ পৰ্ব্বত যদুর এই দেশ নেপাল রাজ্য হইতে পৃথক হইয়াছে, দক্ষিণ দিগে গণ্ডওয়ান রাজ্যস্থ অসভ্য হিন্দুদিগের প্রাচীন প্রদেশ, পৰ্ব্ব দিগে বঙ্গ দেশ, পশ্চিম দিগে অালাহাবাদ অযোধ্য ও গণ্ডওয়ানা, এই বাহার দেশ অতিশয় উৰ্ব্বারা, তথা শস্যাদির ক্ষেত্র ২৬০ ০০ ক্রোশ এব০A অধিক বসতি অাছে, উক্ত দেশ উত্তর দক্ষিণ খণ্ডে বিভক্ত, তন্মধ্যে উত্তর বাহারের নাম মগধ, ও দক্ষিণ বাহারের নাম মিথিলা অর্থাৎ ত্রিহুত প্রসিদ্ধ আছে, এই উত্তর খণ্ডের পরি সর নেপাল ও মড০২ পৰ্ব্বত পর্যন্ত ৭০ ক্রোশ, এব০২ তাহার পৰ্ব্ব দিগে বঙ্গ দেশীয় পূর্ণীয়া নগর, আকবর বাদশাহ কর্তৃক এই আদি খণ্ড অর্থাৎ মগধের তাবৎ ভূমি পরিমিত হইয়া ত্রিহুত হাজিপুর, সারন ও চম্নানিয়ার এই খণ্ড চতুষ্টয়ে বিভক্ত হয়, বাহার দেশের মধ্যস্থলে বিন্ধ্য পৰ্ব্বত শুেণী, ইহার পরিমাণ ৬০ ক্রোশ হইবেক, উক্ত বিন্ধ্যাচলের পশ্চিম দিগের কৰ্ম্মনাশা নদী