( 、、〉? ) তাহাকে আলাহবাদের চুনার নগর হইতে পৃথক করিয়াছে, বাহার দেশের উর্বর ভূমি পুঘুক্ত যত শস্যোৎপন্ন হয়, তাহার তৃতীয়া-১শের দুই অণ২শ আফিম জন্মে, উক্ত দেশে ৮০ ০০ ক্রোশ ব্যাপিয়া পৰ্ব্বতীয় দেশ আছে, তথা শস্যাদি উৎপন্ন হয় না, এব-১ তাহার আরো দক্ষিণদিগের যে উচ্চ স্থান তাহার বিস্তার ১৮০ ০০ ক্রোশ, এই উচ্চ স্থানে পালামৌ, রামগড়, ছোটনাগ পুর ও অালাহাবাদ এই কএক স্থান আছে, উক্ত উচ্চ ভূমির দক্ষিণ দিগে উড়িল্যা, পূর্ব দিগে বঙ্গদেশ, ই২ ১৫৮২ বাণ২ ১৮১ শালে আকবর বাদশাহের আজ্ঞানুসারে আবুল ফজল বাহারদেশের বিবরণে লিথিয়াছেন, যে গড়হর অবধি রহিতাস পর্যন্ত তাহার দীর্ঘতা বা ১২০ ক্রোশ ও পুস্থত ত্রিহুত অবধি উত্তর দিগের পরীত পৰ্যন্ত ১১০ ক্রোশ, বাহার দেশের প্রধান নদ শোণ, ও পুস্থান নদী গঙ্গা এবং গণ্ডকনদী উত্তর দিগ হইতে আগমন পূর্বুক হাজিপুরের নিকটে গঙ্গাতে মিলিত হইয়াছে, গ্রীষ্মকালে এই দেশে অতিশয় উন্তাপ হয়, কিন্তু শীতকালে তাদৃশ শীত হয় না, আর তথা বর্ষ ছয় মাস পর্যন্ত হইয়া থাকে, মুঙ্গের দেশে গঙ্গাতীর অবধি বাহারের উত্তর দিগস্থ পৰ্ব্বত শ্রেণী পর্যন্ত ষে এক পুস্তরময় পুচিীর আছে, সেই প্রাচীর বঙ্গ ও বাহার দেশের সীমা চিহ্ন করিয়াছে, এবং তিনি আর লিখেন যে এই দেশ সপ্ত খণ্ডে বিভক্ত অর্থাৎ বাহার, মুঙ্গের চাল্লারণ, হাজিপুর, সারণ, ত্রিহুত, ও রহতাস এই সপ্ত খণ্ডের অন্তঃপাতি প্রধান ২ একশত নিরানবুই গ্রাম আছে, সে সমুদয়ের রাজকর ৫৫ ৪৭১৮৫ টাকা উৎপন্ন হইত, এতাবন্মাত্র, এই বাহার দেশের মধ্যস্থলবৰ্ত্তী যে স্থান বাহার নামে ব্যক্ত অাছে, সেই ল
পাতা:সন্দেশাবলি.djvu/২২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।