পাতা:সন্দেশাবলি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( s१ ) হইয়াছে ও ইদানীন্তন নিজামের রাজ্যভুক্ত হওয়াতে হিন্দু স্থানের অন্যান্য নগরের ন্যায় দুরবস্থাপ্রাপ্ত ও বসতির অল্পতা হইয়াছে, কিন্তু এ স্থানে পৰকালে উন্নতি ছিল এমত বোধ হয়, যেহেতুক আওরঙ্গজেবের গৃহচিহ্ন ও উদ্যানের শোভা এবণ২ এক ফকিরের উত্তম দেবালয় অদ্যাপি দৃষ্ট হয় আর এ নগরে যে এক হউস্থান আছে, তথা নানা প্রকার দুব্য বিক্রয় হইয়া থাকে, অরিঙ্গাবাদ নগর পুণ্যগ্রামহইতে ১৮৬, ক্রোশ ও বোম্বেহইতে পুণ্যগ্রাম দিয়া ১৮৪ হয়দরাবাদহইতে ২১৫ মান্দরাজহইতে ৬৫ ৭, দিল্লীহইতে ৭৫ ০, এব০২ কলিকাত৷ হইতে ১০ ২২ ক্রোশ অন্তর । ১৯ । আরাকেন। বরম জাতির অর্থাৎ সুহ্মাজাতির রাজ্য মধ্যে আরাকেন নামক এক রাজধানী নগর অাছে, এ স্থানে ই০২ ১৭৮৩ বাণ ১১১০ শালে বরমার যুদ্ধপূৰ্ব্বক ইহার এক দুর্গ অধিকার করিয়া অনেক ঐশ্বৰ্য্যাপহরণ করিয়াছিল, কিন্তু তন্মধ্যে কোন বহু মূল্য দুব্য ছিল না, কেবল পিত্তলনিৰ্ম্মিত গৌতম ঋষির এক মূৰ্ত্তি সে প্রায় ৬। হস্ত পরিমিত উদ্ধ ও এই ধাতু নিৰ্ম্মিত ভয়ানক পঞ্চ রাক্ষসের মূৰ্ত্তি তার লৌহের এক বৃহৎ অগ্নিযন্ত্র সে প্রায় ১২ হস্ত পরিমিত । এতাবৎ লইয়া অমর। পূরে প্রেরণ করিয়াছিল তথা অনেক তীর্থযাত্রর এই মূৰ্ত্তি দর্শনার্থে আগমন করে । ২০ ৷৷ অলিমোর11 উত্তর হিন্দুস্থানে আলমোর প্রদেশে ও দুমাউন স্থানে কোন পৰ্ব্বত শ্রেণীর উপর অলিমোর নামক এক রাজধানী নগর আছে, তাহার পৱ তের ক্রমশো নিমুভাগে স্থানে ২ বসতি আছে তাহার। তিন্ন দেশীয় মনুষ্য ও নেপালের