( * >> ) বিজয়গড় ॥ আলাহাবাদ প্রদেশে চুনার নগর সমৃক্ত বিজয়গড় নামে এক নগর অাছে, ইহার যে দুর্গ সে দুই ক্রোশ উচ্চ এব-১ পৰ্ব্বতোপরি স্থাপিত, ঐ পৰ্বতের পাশ্ববৰ্ত্তী গ্রাম সকল পীড়াকর স্থান, তৎপুযুক্ত অন্যান্য দেশাধিকারির উক্ত নগর আক্রমণে বাস্থিত হয়েন নাই সুতরা সেই দুর্গকে অজেয় বলিতে হয়, উক্ত পৰ্ব্বতোপরি ৩ ক্ষুদ্র পুযুরিণী আছে, দুৰ্গন্থ লোকের তাহার জল ব্যবহার করে, ই০২ ১৭৮১ বাণ২ ১১৮৮ শালে চেতলি^হ তথাকার রাজার বিদ্রোহী হইলে ই লণ্ডায়েরা সে নগর অধিকার করিয়াছিল, কিন্তু ইহারদিগের অনবধানত৷ প্রযুক্ত বিজয়গড় হাস হইয়াছে, এ নগর বারাণসী হইতে ৫৬ ক্রোশ। ৩৬৩ II বিজয়নগর liভারতবর্ষের দক্ষিণদিগে বালাঘাট পরস্ত মধ্যে বিজয় নগর নামে এক নগর আছে, এ নগর হিন্দু জাতির প্রধান রাজধানী ছিল, এইক্ষণে অত্যন্ত হ্ৰাস হইয়াছে, কিন্তু তুম্বদু নদীর দক্ষিণ তীরে আনাগুণ্ডী নামক স্থানের সম্মুখে ঐ নগর সমৃক্ত ৮ ক্রোশ পরিমিত স্থান অদ্যাবধি প্রবল আছে, উক্ত নগরের পূবৃ দিগ পুস্তর ময় প্রাচীর দ্বারা বদ্ধ, পশ্চিম দিগে তুম্বন্দু এই নদী কোন স্থানে ৩২ হন্তের অধিক প্রশম্ভ মহে, তাহাতে প্রস্তর ময় এক সেতু আছে, ঐ বালাঘাট পৰুতে পরি ৬৪ হস্ত অবধি ১০ হস্ত পর্যন্ত প্রশস্ত অনেক পথ আছে, এব•২ সেই সকল পথে নানা সুদৃশ্য মন্দির আছে, আর বিজয় নগ রের যে স্থানের হ্ৰাসত হইয়াছে, তন্মধ্যে আলাপাটন নামক স্থান হইতে নানা ঝিল গমন করিয়াছে, ই২ ১৩৩৬ বাপ৭৪৩ শালে আকাহরিহর ও বকাহরিহর নামক দুই ভুতি৷ এই বিজয় নগর স্থাপনে পুবৰ্ত্ত হইয়া ই-২ ১৩৪৩ ৰাণ২ ৭৫০
পাতা:সন্দেশাবলি.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।