পাতা:সন্দেশাবলি.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ ९७ ) মেজররেনেল এ দেশের ভূমি পরিমাণ ১২৫৬ ক্রোশ নিশ্চয় করিয়াছিলেন, তথা ৩৮৬৭০ ৭ টাকা রাজস্ব উৎপন্ন হইত, এ স্থানের রাজার। ক্রমাগত ১০১১ বৎসর রাজ্য করিয়াছে, পূৰ্ব্ব কালে ইহার প্রায় স্বাধীন রাজা ছিল, কিন্তু ইণ৯ ১৭ ১৫ বাপ১১২২ শালের পূৰ্ব্বকালাবধি জাফের র্যাকে যৎকিঞ্চিৎ কর প্রদান করিত, ঐ রাজার ক্রমানুয়ে ৫৬ পুরুষ রাজ্য করি য়াছে ঐ জাফের ঐ কর্তৃক এ দেশের অত্যন্ত দুরবস্থা হইয় ছিল । ৩৬৭ ৷৷ বিষ্ণুপুয়াগ ll উত্তর হিন্দুস্থানের শ্রীনগর প্রদেশে অলকনন্দ সহিত দৌলি অর্থাৎ লাতি নদীর মিলন স্থানের নিকট বিষ্ণুপ্রয়াগ নামে এক গ্রাম আছে, এই স্থান দেবপ্রয়াগের অপেক্ষা বৃহৎ নহে, ইহার উত্তর দিগে বৃহৎ উচ্চ পৰ্ব্বত সমূহ আছে, তাহারা পরম্নর ভিন্ন হইয়াও শিকড় দ্বারা যুক্ত আছে, ঐ উভয় নদীর যুক্ত স্থানের নিকট অলকনন্দ বিষ্ণু গঙ্গা নামে খ্যাত হইয়াছে, যেহেতুক বৈদ্যনাথে এই অলকদ নদী বিষ্ণুপদ হইতে নির্গত হইয়াছে, এই নদী উত্তর দিগ হইতে বেগে আগ মন করাতে কোন স্থানে ৫০ হস্ত ও কোন স্থানে ৬০ হস্ত পুশস্ত হইয়াছে। ৩৬৮ ৷৷ বীরভূমি ৷ বঙ্গদেশে বীরভূমি নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে মুঙ্গের ও রাজমহল, দক্ষিণ দিগে বৰ্দ্ধমান ও পাচিটী, পূৰ্ব্ব দিগে রাজশাহি, পশ্চিম দিগে মুঙ্গের ও পাচিটী, আবুল ফজল এই দেশকে মাদারন নামে ব্যক্ত করিয়াছেন, ই০২ ১৭৮৪ বা0২ ১ ১১১ শালে এ দেশের ভূমি স০২থ্য অনুমান দ্বারা ৩৮৫৮ ক্রোশ স্থির করা যায়, তাহার অধিকাংশ ভূমিতে বন ও পৰ্ব্বত এব০২ তৎকালে ইহার রাজস্ব ৬ ১ ১৩২১ টাকা