পাতা:সন্দেশাবলি.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ ९ 8 ) উৎপন্ন হইত, এ অতিশয় জলকষ্ট স্থান, তন্নিমিত্তে বোধ হয় যে বঙ্গ দেশের তাবৎ স্থান অপেক্ষ অপকৃষ্ট, এ দেশের কৃষি কৰ্ম্ম ও বসতি পৰ্ব্ব দিগস্থ বঙ্গদেশ অপেক্ষা মন্দ, এ স্থানে কেবল গড়া বস্ত্র অধিক পুস্থত হয়, ইহার প্রধান নগরের নাম শুরুল, শুরু, ও নাগর, এই বীরভূমি জবনদিগের এক প্রধান রাজ্য, পূৰ্ব্ব কালের ঝাড়খণ্ডি নামক স্থানের নিচজাতির এই দেশে আসিয়৷ পুজাদিগের ধনাদি অপহরণ করিয়া অত্যন্ত দৌরাত্মা করিত, তানুমিত্তে সেরসহ আপন রাজাকালে এই দেশ উক্ত উপদ্রবে রক্ষিত হইতে বদরউল্লা জেমনের পিতা আদি উল্লাকে অপর্ণ করি লেন, ই-২ ১৮০১ বা ১২০৮ শালে মারকুইল ওএলিসলির আজ্ঞানুসারে এ দেশের লোক স~থ্যা ৭০০০০০ লক্ষ স্থির হইয়াছিল, তাহার ৩০ অ^শ হিন্দু আর একাংশ জবন। ৩৬১। বুণ্ডি lা আজমিয়ার প্রদেশে হারেীতি দেশ সমৃক্ত মহা রাষ্ট্রীয়দিগের অধীন বুণ্ডি নামে এক নগর আছে, এই নগর এক বৃহৎ পৰ্বত শ্রেণীর দক্ষিণাংশে স্থাপিত, তথাকার রাজার। হার নামক জাতি, পূৰ্বকালে ইহারদিগের বৃহৎ রাজ্য ছিল, কিন্তু মহারাষ্ট্রীয় রাজাগণ কর্তৃক কোন ২ অংশ অধিকৃত হইয়া তাহার থবৃত হইয়াছে, উত্তর হিন্দুস্থান গমনে এ স্থান দিয়া এক পুধান পথ আছে, ই২ ১৮০৪ বা^ ১২ ১১ শালে অর্থাৎ যখকালীন কলনেল মনসন আপনি অপুকাশ রূপে বাস করিয়া ছিলেন, তৎকালে তাহার দুরবস্থা দেখিয়া এই নগরস্থ রাজা যথেষ্ট সহায়তা করিয়াছিলেন, এবমুকারে তিনি ইংলণ্ডীয় দিগের পুতি অশেষ রূপে সদাচার পুকাশ করেন, ই-২ ১৮০৫ বা^ ১২১২ শালে উক্ত রাজা মহারাষ্ট্রীয়দিগের কোপে পতিত হইলে ই লওঁয়েরা তাহাকে পরিত্যাগ করিলেন। ৩৭০ ৷৷