পাতা:সন্দেশাবলি.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ १ d ) বেরীর ll দক্ষিণ দেশে বেরার নামে এক বৃহদেশ আছে, ইহার উত্তর দিগে খাদেস ও অালাহাবাদ, দক্ষিণ দিগে আওরঙ্গাবাদ ও গোদাবরী নদী, পূৰ্ব দিগে গণ্ডওয়ানা, পশ্চিম দিগে থান্দেস ও আওরঙ্গাবাদ, ঐ দেশের পরিমাণ প্রকৃত রূপে নিশ্চয় হয় নাই, কিন্তু অনুমান সিদ্ধ এই যে নব্য নাদিয়ারের ক্ষুদ্র প্রদেশ একত্র করিলে ইহার দীর্ঘত ২৩০ ক্রোশ ও প্রস্থত। ১২০ ক্রোশ হইবেক, আবুল ফজল আকবর বাদশাহের পুস্তক হইতে স^গ্রহ করিয়া ব্যক্ত করেন যে এই দেশ কাবোল, পুনার, কহবলি, কর্ণালী,কলেমবাসন, মাহোর, মাণিকদুর্গ, পাটন, তিল জানা, রামগড়, ভিকর, ও পফইএলে, এই ত্রয়োদশ খণ্ডে বিভক্ত হইয়াছে, কিন্তু ইদানী^ যে স্থান বেরার নামে সুপ্রসিদ্ধ আছে তদার বোধ হয় যে আবুল ফজল যাহা লিথিয়াছেন সে প্রকৃত নহে, দ্বিতীয়তঃ দৌলতাবাদ ও উড়িস্যার মধ্যবৰ্ত্তী এই যে বেরার দেশ ইহার কথা দূরে থাকুক আকবর বাদশাহ উড়িস্যা দেশের পূৰ্বাদশ কথন জয় করেন নাই, সুতরাণ ইহার বিশেষ বৃত্তান্ত তিনি অজ্ঞাত ছিলেন, অতএব তাহার পুস্তক হইতে উদ্ধত বিবরণ সন্দিগ্ধ হইতে পারে, এই বেরার দেশের সম্মুখে পৰ্বত ও গড়গোয়ালিয়ার প্রভূতি নানা দুর্গ আছে, তথাকার প্রধান নগরের নাম এলিচপুর, গোয়ালিয়ার, নরনালী পুনার, নাদিয়ার ও পেটিরি এব^ উক্ত দেশে গোদাবরী তপতী পর্ণ বরদা ও কেতন প্রভৃতি নদী আছে, তাহাতে সে স্থানে জলকষ্ট নাই, এই দেশে ধান্য, গোধূম, যব, তুলা, আফিম, চিক, ও চিনি এই সকল দুব ভারতবর্ষের তাবৎ স্থান অপেক্ষ উৎকৃষ্ট জন্মে, নান। কারণবশতঃ এ দেশের প্রজাবৃদ্ধি হয় নাই, তথাচ অনুমান る(