পাতা:সন্দেশাবলি.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ५ ५ १ ) প্রত্যপর্ণ করিয়াছেন, বেরিলি নগর দিল্লী হইতে ১৪২ ক্রোশ, কলিকাতা হইতে মোরলিদাবাদ দিয়া গমনে ১১০ ক্রোশ, কিন্তু বীরভূমি দিয়া গমনে ৮০৫ ক্রোশ এব^ লক্ষ্মেী হইতে ১৫৬ ক্রোশ অন্তর। ৩৭২ ॥ বৈদ্যনাথ। উত্তর দিনে গাওয়াল দেশের নিকট কুমাইউন দেশ সমৃক্ত বৈদ্যনাথ নামে এক গ্রাম আছে, তথাকার বৈদ্যনাথ নামক এক পুসিদ্ধ শিবলিঙ্গের নামানুসারে এই গ্রামের নাম বৈদ্যনাথ হইয়াছে, উক্ত দেবতার মন্দির গোমতী নদী তীরে স্থাপিত, এইক্ষণে সেই মন্দির ভগ্নোয় খ হইয়াছে, কান্যকুম্ভ দেশীয় ব্রাহ্মণের এই দেবতার পরিচর্ষা করে, এব০২ তীর্থ ষাত্রির যৎকালে হরিদ্ধারে গমন করে তখন এই গ্রামে অনেক যাত্রির সমাগম হয়, এই স্থানে গর্গর ও গোমতী নদী পরল্পর মিলিত হইয়াছে। ৩৭৩৷৷ Cय७ि5 l! सङ्गङ्गाप्ने ८न्टश्व मष्ट्रीमा नीद्ध ७ख्द्र ठीrद्र অথচ এই নদী যে স্থানে সমুদ্রে পতিত হইতেছে তথা হইতে ২৫ ক্রোশান্তরে বোড়চ নামে এক দেশ আছে, এই স্থানে তৃপ্ত মুনির আশ্রম ছিল, তন্নিমিত্তে এই দেশ ভূপ্তক্ষেত্র ও ভূপ্তপুর বলিয়া খ্যাত হইয়াছে, ই২ ১৫৭২ বা ১৭১ শালে আকবরশাহ উক্ত দেশ অধিকার করিলে তথাকার বাণিজ্যের অতিশয় আধিক্য হইয়াছিল, কিন্তু ই^ ১৭১১ বাণ৯ ১১১৮ শালে একবার মহামারীতে ৮০৯২ং জন পুজার মধ্যে ২৫২৯৫ জনের মৃত্যু হয়, তন্নিমিত্তে ২৩৫ ১ গৃহস্থ পুজারা তথাকার বসতি পরিত্যাগ করিয়া স্থানান্তরে গিয়া ৰাস করিল, ই^ ১৮০৪ বা ১২১১ শালে এ দেশের ও ইহার দুর্ঘস্থ লোক শুদ্ধ এ দেশে ২২৪৬৮ জন পুজা সম্প্রখ্যা করা যায়, কিন্তু তৎকালাবধি ক্রমশঃ বৰি