পাতা:সন্দেশাবলি.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९१४ } হইয়া এইক্ষণে এক লক্ষ গণিত হইয়াছে, এই দেশে পশ্বাদির চিকিৎসা করণ নিমিত্তে হিন্দুদিগের এক চিকিৎসালয় আছে, তাহার ব্যয়ার্থে বাণিজ্য বিষয়ের কিঞ্চিদুপস্বত্ব এব^ বৈষাহিক উপস্বত্ব লপ গ্রহ হয়, উক্ত দেশে বাপ্ত পুভূতি নানাবিধ বস্ত্র প্রস্তুত হয়, ই ১৭৭২ বা ১১৭১ শালে জেনেরেল ওএডর ৰুেণ এই দেশ অধিকার করুণার্থে বোম্বাই হইতে আগমন করিয়া তথা কাল প্রাপ্ত হইলেন, তথাচ তাহার সৈন্যেরা হঠাৎ দুর্গ বেষ্টন করিয়া দেশাধিকার করিল, এব^ই• ১৭৮ং বাণ ১১৮৯ শালের প্রাক কালাবধি এই দেশ ই-লণ্ডীয়দিগের অধীনে রক্ষিত হইয়। কিয়দিবস পরে মাধজী সিন্ধিয়াকে পুর স্কার স্বরূপ প্রদত্ত হইল, যেহেতু ওয়ারগাম নামক স্থানে ই-২ লণ্ডীয়দিগের সৈন্যেরা যথকালে কারাগারে বন্ধ ছিল তখন এই মাধজ সিন্ধিয়া ঐ কারাগারস্থ সৈন্যদিগের অনেক তত্ত্বাবধারণ করিয়াছিলেন, উক্ত দেশ পুরস্কার করণের বিশেষ অভিপ্রায় এই যে হয়দর শাহ যখন ই০১লওঁীয়দিগের কর্ণাট দেশ আক্রমণ করিলেন, তৎকালে ঐ মাধজ সিন্ধিয়া যদ্যপি দ্বিতীয় বিদ্রোহী হয় এই নিমিত্তে ই লওঁয়ের তাহার পূর্দ্রকৃত উপকারের প্রত্যুপকার ছলে উক্ত দেশ পুদান করিয়া তাহাকে বশীভূত করি লেন ই০২ ১৮০৩ ৰাণN ১২১০ শালে কলনেল উডি^টনের অধীন সৈন্যেরা এই মাধজীর উত্তরাধিকারি দৌলতরাও পিন্ধিয়ার নিকট হইতে পুনৰ্ব্বার অধিকার করিয়াছে, এবণ তৎকাল ৰধি এই দেশ ই^লণ্ডীয়দিগের রাজত্বাধীন হইয়াছে, বোড়চ দেশ বোম্বাই হইতে ২২১ ক্রোশ, উজ্জয়িনী হইতে ২৬১ ক্রোশ, পুণ্যগ্রাম হইতে ২৮৭ ক্রোশ অন্তর । ৩৭৪ ॥