পাতা:সন্দেশাবলি.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 、○○ ) আনয়ন করে,উক্ত ভদুকালমের দক্ষিণ দিগে শ্রীশ্রীyসীতাদেবীর এক পুসিদ্ধ মন্দিরআছে, এই নগরের চতুদিগে বন আছে। ৩৭৮ उदार्मी কুণ্ডল ৷ কৈম্বিটুর দেশে ভবানী ও কাবো এই উভয় নদীর মিলন স্থানের নিকট অতি প্রাচীন ভবানীকুণ্ডল নামে এক मूर्श আছে, তন্মধ্যে মহারাষ্ট্রীয় গৌতম দলি নামক এক ব্যক্তির স্থাপিত শিব ও বিষ্ণু এই দুই দেবতার দুই দেবী লয় আছে, এই ব্যক্তি মাদুর রাজার অধীনে উক্ত দুর্গের নিকট বত্তী তাবদুল্লামের অধিকারী ছিল, কিন্তু তাহাকে রাজস্ব পুদান করিত না কেবল সময়ানুসারে কোন যুদ্ধোপস্থিত হইলে তাহার স্বপক্ষ হইয় যুদ্ধ করিত, তৎকালীন মাদুর রাজ্য ভুক্ত শালিম ত্ৰিচিহ্নপল্লী ও তানজোরের দক্ষিণ দিগে যে সকল গ্রাম ছিল সে সমুদয় সচরাচর অঙ্গর নামে খ্যাত হইত, এই ভবানী কুণ্ডলের ১০ ক্রোশান্তরে এক স্থানের বালুক ভূমিতে উত্তম ধান্য জন্মে । ৩৭১ { - ভরতপুর । আগর প্রদেশে আগর নগর হইতে ২৮ ক্রোশ উত্তর পশ্চিম দিগে ভরতপুর নামে এক নগর আছে, এই নগর শ্রেষ্ঠতম জাট জাতীয় রাজার অধিকার, ই০২ ১৭০০ বাণ২ ১১০৭ শালে উক্ত জাতির মুলতান প্রদেশের সিন্ধু নদীর তীর হইতে হিন্দুস্থানে আসিয়া বাস করিল, কিয়দিবস পরে গঙ্গা ও যমনার মধ্যবৰ্ত্তী দেশে অর্থাৎ দোয়াবের নানা স্থানে কুষিকৰ্ম্ম করিয়া ক্রমশঃ উন্নতি প্রাপ্ত হইতে লাগিল, এবং যৎকালে আওরঙ্গজেবের উত্তরাধিকারিদিগের পরল্পর যুদ্ধারম্ভ হইল, তখন ইহার এক বৃহৎ দেশ অধিকার করিয়া তথা এক দুর্গ নিৰ্ম্মাণ করিল, এব০২ উক্ত জাতীয় চূড়ামণি নামক এক ব্যক্তি আওরঙ্গজেব বাদশাহের দক্ষিণ দেশের যুদ্ধে যাত্রাকালীন