পাতা:সন্দেশাবলি.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Rరి!~ ) কিঞ্চিদূরে মিলিত হইয় হরিপুর অতিক্রমণ করত ইংলণ্ডীয় দিগের রাজত্বাধীন মুনিয়ারি নামক স্থানে প্রবেশ করিয়া পরে মুঙ্গেরের দক্ষিণ দিগে কএক ক্রোশ অন্তরে গঙ্গাতে পতিত হই তেছে, ইহার তাবৎ বক্রতা সুদ্ধ দীর্ঘ পরিমাণ ৪০০ ক্রোশ হইবেক ॥৩৮১ ॥ ভাগলপুর liবাহার দেশে ভাগলপুর নামে এক নগর আছে, ইদানী-২ এ নগর মুঙ্গের নগর ভুক্ত হইয়াছে, ইহার চতুরশীয় ভূমি পরিমাণ ২৮১৭ ক্রোশ, সে তাবৎ ভূমি উৰ্বর এব^ তাহাতে জল কষ্টত নাই, এ নগরের নিকটবত্তি গ্রামে রেশম ও সূত্র মিশ্রিত অতি পুসিদ্ধ বস্ত্র জন্মে, আর এ স্থান হইতে এক দিবসের পথ অন্তরে গোগানালার নিকটে রাজ মহলের ভূস্বামী ও রাজকর্মিগণ কর্তৃক মৃত কিবলেও শাহেবের এক সমাজ আছে, এই ব্যক্তি ভাগলপুরের দুরাত্মা মনুষ্য দিগকে অনেক উপদেশ দিয়া এমত সভ্য করিয়াছিলেন, যে তাহার পূৰ্বে যে ,স্থানে দৌরাত্ম্য করিত সেই সকল স্থান এইক্ষণে শত্র হইতে রক্ষা করিতেছে, উক্ত শাহেব তাহার দিগের প্রায় ৩০০ শত মনুষ্যকে ইলেক্ট্ৰীয়াধীন সৈন্য কৰ্ম্মে নিয়োগ করিয়াছেন, এই ভাগলপুর নগরের মধ্যস্থল দিয়া গঙ্গ গমন করিয়াছেন ৷ ৩৮২ | उाप्लेशा* I! उद्धद्र হিন্দুস্থানে কাটামুণ্ড নামক নগরের দক্ষিণ পূৰ্ব দিগে ৮ ক্রোশ অন্তরে দুই পৰ্বতের মধ্যবৰী গুচ থালি রাজার রাজ্যভুক্ত ভাটগাণ নামক এক বৃহৎ নগর অাছে, এ নগরের আকার বীণ যন্ত্রের ন্যায় নেপালীয় নিও য়ার জাতীয়ের ইহাকে থোসপদ বলে, পূৰ্বকালে ইহার নাম ধৰ্ম্মপুতন ছিল, এ স্থানে অনেক নেপালীয় কুস্কিণের বসতি অাছে,