পাতা:সন্দেশাবলি.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &9o ) বঙ্গ দেশে যেমত সুবৃষ্টি হয় এই দেশে তন্দ্ৰপ হয় মা, এই দেশের পর্বতস্থ নদী সকলের উন্নত বাক্ষস সগী ৰায়ুর গ্নমনাগমনে তাবৎ গ্রামের লোকদিগের অতিশয় পীড়া হইয়। থাকে, তন্নিমিত্তে তাহার কুৎসিতাকার ও বলহীন হয়, উক্ত দেশের প্রায় তাবৎ লোকেই কৃষি কৰ্ম্ম কিম্ব গৃহ নিৰ্মাণাদির কোন উপায় জ্ঞাত নহে, কিন্তু এতদেশীয় স্ত্রী লোকের শীত গ্রীষ্ম ও বর্ষ সহ্য করিয়া তাবৎ পরিশ্রমের কৰ্ম্ম করে, এ দেশে বৃহৎ ং হস্তী ও বানর এব- টাঙ্গন নামে এক প্রকার প্রলিজ ঘোটক জন্মে, এবং এই দেশ হইতে কমলালেবু অাকরোট এব-১ লোমজ বস্ত্র বঙ্গদেশীয় রণ২পুরে আনীত হয়, ভূতান দেশে কোচবেহার দেশীয় টাকা চলিত আছে, তাহার মূল্য সিকু টাকার তৃতীয়া^শের একাংশ, এই দেশের প্রধান নগর তলুদন তথা রাজধানী ও দেবরাজার রাজ গৃহ আছে, তভিন্ন স্বাস ওয়ান্দিপুর ও মরিচম প্রভূতি নগর আছে, এ দেশীয় লোকের যুদ্ধে অতিশয় নিপুণ হয়, তাহারা ধনুৰ্বাণ তলওয়ার ও ছুরিকা দ্বারা যুদ্ধ করে, ইহারদিগের বাণের ফলেতে বিষ মুক্ষিত থাকে, এই দেশ জবন জাতি কর্তৃক কথন আক্রান্ত হয় নাই। ৩৮৫। ভূপাল। মালোয় দেশে উজ্জয়িনী হইতে ১১০ ক্রোশ পূৰ্বদিগে মহারাষ্ট্রীয়দিগের অধীন প্রস্তর প্রাচীর বেষ্টিত ভূপাল নামক এক বৃহৎ নগর অাছে, ইহার দক্ষিণ পশ্চিম দিগে প্রস্তরময় ভিত্তি বেষ্টিত প্রস্তুর নির্মিত এক দুর্গ আছে, এই দুর্গের চতুদিগে পরিখা নাই, কিন্তু ইহার নিকটস্থ পৰ্বত হইতে যে জলপাত হইতেছে সেতু দ্বারা সেই জলের গতি রোধ করাতে ৬ ক্রোশ ব্যাপিয়া এক বৃহৎ জলাশয় হইয়। উক্ত দুর্গের দক্ষিণ দিগ দৃঢ় রুপে বদ্ধ হইয়াছে, এই ভূপাল নগরের সমুদয় স্থান