পাতা:সন্দেশাবলি.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ 8 * ) পাঠামদিগের অধিকার তাহার। আওরঙ্গজেব কর্তৃক এ রাজ্য প্রাপ্ত হইয়াছিল,ই• ১৭১০ বাপ ১১৯৭ শালে এই স্থানে } e o e o e o it! উপস্বত্ব হইয়াছিল,কিন্তু মহারাষ্ট্রীয়দিগের দৌরাত্ম্য দ্বারা সমুদয় স্থান উচ্ছিন্ন হওয়াতে উপস্বত্বের ও লুনত হইয়াছে । ৩৮৬ ॥ মধুরীllজাগর। প্রদেশে আগর নগর হইতে ৩০ ক্রোশ উত্তর পুত্ব দিগে ও যমুনার পূর্বাংশে মথুরা নামে পুসিদ্ধ তীর্থ স্থান আছে, এ স্থানে শ্ৰীকৃষ্ণ অবতীর্ণ হইয়। বাল্যলীলা করিয়া ছিলেন, ই০২ ১০ ১৮ যা ৪২৫ শালে গিজনির মহম্মদ শাহ এই স্থান অধিকার করিয়া নষ্ট করিয়াছিলেন, তৎপরে পুনৰ্ব্বার এই স্থানে নানা মন্দির স্থাপিত হয়, তন্মধ্যে উচ্ছ1 নিবালি ভীর সিংহ দেও ৩৬০০০০০ টাকা ব্যয় করিয়া সৰ্ব্বোৎকৃষ্ট এক মন্দির নির্মাণ করিয়াছিলেন, সে মন্দির ও আওরঙ্গজেব ভগ্ন করিয়া তাহার দুব্যাদিতে তথা এক জাবনিক দেবালয় নির্মাণ করিয়াছিল, এই স্থান মোগলদিগের রাজত্বাধীন হইয়া চির কাল উৎপাৎ গ্রস্ত হইয়াছিল, বিশেষতঃ ই^ ১৭৫৬ বf-২ ১১৬৩ শালে মহম্মদ শাহ আবদালি অধিপতি হইয়। এ স্থানের প্রায় তাবৎ লোককে নষ্ট করিয়াছিল, ই^ ১৮০০ বা১২০৭ শালে মহারাষ্ট্রীয় সিন্ধিয়া এই স্থান প্রাপ্ত হয়, এই মথুরাতে বহু স~থ্যক দীর্ঘকায় বানর অাছে, সেই সকল বানর মাধজী সিন্ধিয়ার দ্ব্যয় দ্বারা প্রতিপালিত হয়, দৈবাধীন কোন কালে এক বানর অকস্মাৎ খণ্ড হইলে তৎকালীন মাধজী সিদ্ধিয়া পানিপতের যুদ্ধে থঞ্জ হইলেন, তাহাতে ঐ বানর অতিশয় মান্য ও আদৃত হইয়াছিল, ই~ ১৮০৮ বা ১২১৫ ষ