পাতা:সন্দেশাবলি.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &8& ) শালে দুই জন সৈন্য মধুরাতে গমন করিয়া এক বানর প্রতি গুলি নিক্ষেপ করিয়াছিল, তাহাতে তথাকার ব্রাহ্মণ ও যোগির উক্ত দুই ব্যক্তিকে অনেক অনুনয় করিয়া যমুনা পারে যাইতে কহিলে তাহারা হস্তারোহণে যমুনা পার হইতে হস্তি সহিত জল মল্প হইয় প্রাণত্যাগ করিল।৩৮৭ ॥ মধুগিরি l৷ মহীসুর রাজ্যে এক পৰ্ব্বতোপরি মধুগিরি নামে এক নগর ও দুর্গ আছে, বিজয় নগর রাজ্যের ধূ-স কালে ঐ নগরে মহারাষ্ট্ৰীয় চিকপ গৌড় নামক এক ব্যক্তির অধিকার ছিল, কিন্তু এক শত বৎসর অতীত হইলে মহাসুরের রাজপরি ৰাৱস্থদিগের অধিকার হইয়া মল রাজ কর্তৃক তথা পুস্তরের এক দুর্গ নিৰ্ম্মিত হয়, ইহার পূর্বকালে সেই স্থানে মৃন্ময় দুর্গ ছিল, তৎকালে উক্ত নগর বারম্বর শত্র, দল দ্বার আক্রমিত হওয়াতে তাহার দুরবস্থা হইয়াছিল, ই০২ ১৭১১ বাপ ১২০৬ শালে এ নগর মহীসুর দেশের রাজাদিগের অধীন হইয়া পুনৰ্ব্বার তাহার উন্নতি হইয়াছে, এই নগর পরশুরাম ভৌএর সেনাপতি ৰলন্তরাও পাচ মাস'চেষ্টা করিয়া আক্রমণ করিতে পারেন নাই, উক্ত নগরের নিকটবৰ্ত্তি স্থানের ভূমি অতিশয় উর্বর প্লযুক্ত এক ৰৎসরে দুই বার ধান্য জন্মে। ৩৮৮ ৷ ময়মনসিংহ ( বঙ্গদেশে ময়মনসিংহ নামে একদেশ অাছে, ইহায় উত্তর দিগে গারো পৰ্ব্বত ও রঙ্গপুর সমৃক্ত এক গ্রাম,দক্ষিণ দিগে ঢাকাজালালপুর, পূৰ্ব্ব দিগে প্লীহট্ট ও ত্রিপুর, পশ্চিম দ্বিগে রাজশাহি ও দিনাজপুর, ঐ দেশের সম্মুখের ভূমি অতিশয় নিম্ন তৎপ্রযুক্ত তাবৎ স্থান জল পুৰিত হয়, কিন্তু ইহায় উর্বর ভূমিতে যথেষ্ট ধান্য উৎপন্ন হয়, তন্নিমিত্তে এ দেশে ঐ ধান্যের এক পুসিদ্ধ অাড়ঙ্গ অাছে, বোধ হয় এই দেশ