পাতা:সন্দেশাবলি.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« esś ) এক পুকার ক্ষুদ্র মঞ্জিকা অাছে, তাহারদিগের দ~শনে গাত্রেতে খঞ্জন অর্থাৎ চুলকোন হইয়া তাৰৎ শরীরে ক্ষত হয়। ৩১১ ॥ মসলিপাটাম ॥উত্তর সরকারেকদাপিলিস্থানসমূক্ত মসলিপাটাম নামে এক নগর অাছে, তথা যথেষ্ট বাণিজ্য হইয়া থাকে, ও তাহার উত্তর ও পূৰ্ব্ব দিগ তিন্ন আর কোন দিগে জাহাজ গমন করিতে পায়ে না, এবণ২ কেপকমোরিন হইতে এ নগরে আগমনের পথে সমুদ্রে তাদৃশ তরঙ্গ নাই, তন্নিমিত্তে ৩০ ০ টন পরিমাণের ভার বহন করে যে জাহাজ সেও ঐ পথ দিয়া নিরুদ্বেগে আসিতে পারে, উক্ত নগর হইতে দেড় ক্রোশ উত্তর পূৰ্ব দিগে ১৬০০ হস্ত দীর্ঘ ও ১২০০ হস্ত পুস্থ এই পরিমাণে এক দুর্গ আছে, এব^ ঐ দুর্গের নিকটে লবণ প্রস্তুত করণের এক থাত আছে, মসলিপাটাম নগরের নিকটবর্তি গ্রামে গোদাবরী ও কৃষ্ণানদীর জল দ্বার কৃষিকৰ্ম্ম হইয় যথেষ্ট ধান্য জন্মে, লেই থান্য পুতি বৎসর এই মগরে আনীত হইয়া বিক্রয় হয়, অল্পকাল হইল এ স্থানে বাণিজ্যারম্ভ হইয়া ইদানী" বসরী ও কলিকাতা রাজধানী পুভুতি নানা স্থানের সহিত বহ বাণিজ্য হইতেছে, কলিকাতা হইতে মসলিপাটামে তণ্ডুল, রেশম, শাল, মদিরা ও চিনি প্রেরিত হয়, উক্ত নগরে উত্তম নস্য ও ছিটৰস্ত্র প্রস্তুত হয়, সেই দুই সামগ্ৰী মালদিৰ উপদ্বীপে প্রেরিত হইয় থাকে, এধ• তখ হইতে যথেষ্ট নারিকেল আনীত হয়, ই• ১৪৮০ বা~ ৮৮৭ শালে ভামিনী বাদশাহ কর্তৃক মসলিপাটাম নগর পুথম অধিকৃত হইয়াছিল, তৎপরে ই• ১৬৬১ বা ১০৭৬ শালে স্কুন্সি জাতিরা তথা এক বাণিজ্যাগার স্থাপন পূৰ্ব্বক ই• ১৭৫১ ৰা- ১১৫৮শালে ইহার দূর্গ অধিকার করিয়া চতুদিগে নুতন পুটীয় বদ্ধ করিয়াছিল, তৎপরে ই^ ১৭৫১ ৰা- ১১৬৬