( 8 ? ) শালে কলনেল ফোর্ড অধীন ই-sলওঁীয়দিগের সৈন্যের হ্রান্স দিগের নিকট হইতে অধিকার করিয়৷ এই নগর উত্তর সরকারের এক খণ্ড বলিয়া ব্যক্ত করিল, মসলিপাটাম নগর অদ্যাবধি ইণ২ লণ্ডীয়দিগের অধীনে আছে, উক্ত নগর কলিকাতা হইতে ৭৬৪ ক্রোশ, দিল্লী হইতে ১০৮৪ ক্রোশ, মান্দরাজ হইতে ২১২ ক্রোশ, এব০২ হায়দরাবাদ হইতে ২০৩ ক্রোশ অন্তর হইবেক। ৩১২ ৷ মহীসুর ll ভারতবর্সের দক্ষিণ ২ শে মন্দিরাজ দেশ! ধীন মহীসুর নামে এক দেশ আছে, ইক্ষার দীর্ঘ পরিমাণ ২১০ ক্রোশ ও পুস্থ ১৪০ ক্রোশ হইবেক, এ দেশে বৃহৎ ও ক্ষুদ্র ২ পৰ্ব্বত অনেক অাছে, এব০১ এষ্ট দেশ সমুদ্র হইতে ২০ ০০ হস্ত উচ্চ, ভারতবর্ষের দক্ষিণ দিগে যে সকল নদী আছে তাহার অনেক নদীর উৎপত্তি এই দেশে হইয়াছে, তথাকার প্রধান নদী ভূমৃদু, বেদবতী, কাবেরী, ভদ্রী, অকানাটী, পেনার, পালার এবং পানার কিন্তু ইহারদিগের মধ্যে সত্ত্ব প্রধান কাবেরী নদী, বর্ষাকালে জল বৃদ্ধি হইয়া মালাবার ও করোমেণ্ডল নামক স্থানের সমুদ্র তীরস্থ ভূমি দিয়া আগমন করত ঘাট নামক পৰ্ব্বতে পুতিরোধ পুপ্তি হইয়। এই দেশ দিয়া অতিশয় ৰেনে আাইসে, সেই জল এ স্থানে অল্পকাল স্থায়ী হয় তাহাতে কৃষি কর্মের অত্যন্ত উপকার হইয়া থাকে, এ দেশের জল ও বায়, উত্তম, উক্ত দেশ ইদানী৭২ পাটান, নাগর, ও ছত্ৰকল এই তিন খণ্ডে বিভক্ত হইয়াছে, তন্মধ্যে পাটান নামক থও সৰু বৃহৎ, ইহার অধীন ১১ গ্রাম আছে, আর নাগর নামক খণ্ডের অন্তঃপাতি ১৩ গ্রাম এবং ছত্রকলের অধীনে ১১ গ্রাম আছে, ইংলণ্ডীয়দিগের সহিত মহীশূরের রাজপরিবারস্থ দিগের সন্ধি
পাতা:সন্দেশাবলি.djvu/২৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।