পাতা:সন্দেশাবলি.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 文8S ) সময়ে ছত্ৰকল ও নাগরখণ্ড পাটান খণ্ড ভুক্ত হইয়াছে নানা কারণে বোধ হয় যে ইদানী অপেক্ষ পূৰ্বকালে এ দেশে যথেষ্ট কৃষি কৰ্ম্ম হইত, ইহার যে ভূমিতে একবার ধান্য জন্মে সেই ভূমিতে অন্যান্য শস্য ও উৎপন্ন হয়, এই দেশের নিয়ু ভূমিতে তাম্বল ও কোলার নামক স্থানের নিকটে আফিম জন্মে, এবণ যে ফলের নির্যাসে আফিম হয় তাহার বীজেতে উত্তম মিষ্টান্ন প্রস্তুত হইয়া এ দেশের প্রধান লোকদিগের ভক্ষ্য হয়, এই দেশের নারিকেল বৃক্ষ সকল সাত আট বৎসরে ফলবন্ত হইয়। দীর্ঘকাল পর্যন্ত জীবিত থাকে, এবং তথা যে এক প্রকার ঘোটক জন্মে তাহারা অত্যন্ত খৰ্বাকার তন্নিমিত্তে টীপু ও হয় দর শাহ স্থানান্তর হইতে উৎকট ঘোটক অনিয়া এই দেশে তাহারদিগের পাল বৃদ্ধি করাইবেন এই অভিপ্ৰায়ে যথেষ্ট যত্ব করিয়াছিলেন কিন্তু সফল হয় নাই, ঘাট নামক পৰ্ব্বতের উত্তর দিগে গৰ্দ্দভের ন্যায় এক প্রকার পশু আছে, তদেশীয় লোকেরা তাহারদিগের দুগ্ধ পান করে না, মহীসুর দেশে পূর্ঘ কালে যথেষ্ট শূকর ছিল কিন্তু টীপুশাহ তাহারদিগকে আপ নার রাজ্য হইতে একেবারে নিরাকরণ করিয়াছেন, এ দেশে বানর ও কাষ্ঠমাঞ্জার যথেষ্ট আছে, সেই বানর সকল অতি শয় দৌরাত্ম্য করে তথাচ তথাকার লোকের পাতক ভয়ে তাহারদিগকে বধ করে না, এই দেশের প্রায় অনেক লোকে স্বগোত্রীয় কন্যাকে বিবাহ করে, কিন্তু হলিয়া নামক যে এক জাতি আছে তাহারা অত্যন্ত নীচ জাতি হইয়া ও তদ্রুপ ব্যবহার না করিয়া চিরকালের পরিচিত ঘরের কন্যাকে বিবাহ করে, পূৰ্ব্বকালে উক্ত মহীসুর দেশে প্রায় উৎকৃষ্ট গৃহ ছিল না, কারণ তথাকার হিন্দু জাতীয়ের আপনারদিগের ভদ্রাসন বাটী উত্তম