পাতা:সন্দেশাবলি.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &8° ) রূপে নিৰ্ম্মাণ করিত না, এব০২ টীপু শাহের রাজ্য কালাবধি জবনের উত্তম গৃহেতে নিরাবশ্যক বিবেচনা করিয়া পরিধেয় বস্ত্রাদি ও আহারীয় দুব্য এব০২ তামসিক উৎসবে ধন ব্যয় করিত, কিন্তু অল্পকালাবধি সে স্থানে উত্তম ২ গৃহ নিৰ্ম্মাণ হইতেছে, এ দেশে তিন প্রকার প্রধান ব্রাহ্মণ জাতি আছেন, তদ্ভিন্ন মালা বার দেশীয় নিয়ার নামক এক জাতীয়ের বাস করে, তাহার বঙ্গ দেশীয় কায়স্থের ন্যায় এবং এখানকার তাবৎ শূদ্র অপেক্ষ শ্ৰেষ্ঠ জাতি কিন্তু এই সকল হিন্দু মধ্যে অধিকাংশ লোকে মদ্য পান ও মাথsস ভক্ষণ করে, আর রাজপরিবারস্থ পুরুষের রাজা বুদ ও কোলানি নামক দুই বৃহৎ শ্রেণীতে বিভক্ত আছে, এই মহীসুর দেশের শালি ঘটা নামক স্থানে মোরাশ জাতীয় দিগের কালভৈরব নামক এক দেবালয় আছে, উক্ত দেশের স্ত্রী লোকর অাপন পুত্রাদির প্রতিকুল শমনাথে কামনা করত ঐ দেৰত সমীপে আপনারদিগের দক্ষিণ হস্তের দুই এক অঙ্গুলী ছেদ করিবার প্রতিজ্ঞা করিয়৷ পশ্চাৎ সিন্ধকাম হইলে প্রতি শ্রুত পূর্ণ করে, এই দেশের রাজার জাদকুল হইতে উদ্ভব, তাহার দিগের অাদি রাজার নাম চামরাজ, তিনি ই-২ ১ ৫০ ৭ বাণ২ ১১৪ শালে সি°২হাসনোপবেশন পূৰ্ব্বক এ দেশের এক ক্ষুদ্র স্থানের শাসন কৰ্ত্ত হইয়াছিলেন, তখপরে ই• ১৫৪৮ ৰাণ২ ১৫৪ শালে তিম রাজা হইতে রাজ্যের উন্নতি হইয়াছিল, ই২ ১৫৭১ ৰাণ২ ১৭৮ শালে হিরিচম রাজার রাজ্য হইয়। ই১৫৭৬ বাণ ১৮৩ শালে পরলোক প্রাপ্তি হওয়াতে বেতাদি ওয়াদিয়ার নামক তাহার ভাতৃপুত্র উত্তরাধিকারী হইয়া আপন কনিষ্ঠ ভ্রাতা রাজওয়াদিয়ার কর্তৃক রাজ্যচ্যুত হইয়াছিল, ৰোধ হয় এই রাজ ওয়াদিয়ার মহীসুর দেশের রাজব-শোভবদিগের