পাতা:সন্দেশাবলি.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ 8> ) আজন্মাবধি বধির ও মূক হইয়া কেবল সি-২হাসনের শোভ মাত্র ছিলেন, তাহার অমাত্য ৰঙ্গেরাই প্রায় রাজ্য শাসন করিত, ই০২ ১৭১৪ বা ২ ১ ১২ ১ শালে উক্ত রাঙ্গা কাল প্রাপ্ত হইলে দুদকিষণ রাজ উত্তরাধিকারী হইলেন, ই^ ১৭৩১ বাণ ১১ ৩৮ শালে এই রাজার লোকান্তর গমনের পর তৃতীয় চামরাজ তৎসি-২হাসনে উপবেশন করিলেন, ইহার প্রধান অমাত্য দেব রাজ ও নলসিরাজ, ই০২ ১৭৩৪ বাপ২ ১ ১৪ ১ শালে এই দুই অমাত্য ঐক্য হইয়া চামরাজকে কারাগারে বদ্ধ করত চিককিষণ রাজকে রাজা করিল, ইহার অমাত্য দেওরাজ ও উক্ত ননলি রাজের পুত্র দ্বিতীয় ননসিরাজ, ইহারা বহুকাল পর্যন্ত মেজর লারেন্সের সহিত যুদ্ধ করিয়া পরাভব হইয়াছিল, ই^ ১৭৪৯ বাণ ১১৫৬ শালে উক্ত রাজা হয়দর আলি থাকে আনাইয়। ডিগুিগল নামক স্থান জয় কয়াইয়াছিলেন, কিন্তু এই ব্যক্তি ক্রমে ২ মহীসুর দেশ ও ইহার নিকটবর্তি নানা স্থানের অধি গতি হইয়া ঐ ননসি রাজকে দেশ হইতে বহিষ্ণুরণ করত তখ। কার রাজাকে সি১২হাসনের শোভন স্বরূপ রক্ষা করিয়াছিলেন অর্থাৎ তাহার কোন কর্তৃত্ব ছিল না, এই হয়দর শাহ ২৭ বৎসর বয়স্ক অবধি যুদ্ধে পুবৰ্ত্ত হইয়া তাহাতে অতিশয় ক্ষমতাপন্ন হইয়াছিলেন, কিন্তু যাবজ্জীবন পর্যন্ত লিখন পঠনে অপারগ ছিলেন, ই০২ ১৭৬০ বাণ২ ১ ১৬৭ শালে ঐ বাদশাহ আপন কৰ্ম্মাধ্যক্ষ কুণ্ডিরাও কর্তৃক শ্রীরঙ্গপত্তন হইতে বহিষ্ণুত হইয়। ই• ১৭৬১ ৰা- ১১১৮ শালে পুনৰ্ব্বার রাজ্যাধিকারী হইয়। ছিলেন, এব-২ তৎকালাবধি দৃঢ়তর রূপে রাজ্য করত ই ১৭ ৬৩ বা ১১৭০ শালে বেদনোর, শুণ্ড ও কর্ণাট এৰণ ই-২ স