পাতা:সন্দেশাবলি.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ & १ ) সমুদের জল পুবেশ করাতে ঐ জলাশয়ের জল অতিশয় লবণাক্ত বোধ হয়, ইহার উত্তর দিগে মাঙ্গালোর নদীর উত্তর তীরে অাড় কোলা অর্থাৎ ফুঙ্গিপেটা নামক আর এক ক্ষুদ্র নগর আছে, পুৰ্ব্বকালে কঙ্কন দেশীয় গ্ৰীষ্টিয়ানের ইকরি নগরের রাজ। কর্তৃক আহত হইয়। তথা বাস করিয়াছিল, তৎকালে এই নগর বৃহৎ ও অপূৰ্ব্বছিল, পরে ই• ১৭৮৩ বা ১১১০ শালে টপু শাহ জেনেরেল মেথিউসকে ও তাহার সৈন্যগণকে এবণ২ নগ রন্থ তাবৎ পুজাগণকে ধারণ করিয়া স্থানান্তরে লইয়া গমন করিয়াছিল, মাঙ্গালোর নগরের উত্তর দিগস্থ তাৰথ স্থান এব০২ এই স্থানজাত পশ্বাদি সকল মালাবার দেশের ন্যায় দৃষ্ট হয়, কেবল সে দেশের চতুদিগে যেমত পৰ্ব্বত আছে এ নগরে তদ্রুপ নাই, উক্ত নগরে হয়দর শাহের রাজ্য কালে মপলে দেশীয় ও কঙ্কন নগরস্থ অনেক পুধান বাণিজ্য ব্যবসারিদিগের সমাগত হইত, এবণ২ ই~লওঁীয়দিগের অধিকার অবধি সুরাষ্ট্র, কচ, বোম্বাই ও উত্তর অঞ্চলীয় অন্যান্য স্থানের লোকদিগের জনতা হয়, মাঙ্গালোর হইতে দারুচিনি, হরিদু ও যথেষ্ট ধান্য আরব্যের মস্কত নগরে এব° উক্ত দুব্য ও গুবাক, গোলমরিচ, নগরজাত চন্দনকাষ্ঠ বোম্বাই উপদ্বীপে প্রেরিত হয়, তদ্ভিন্ন গোয়৷ নগ রের ও মালাবার দেশের লোকের ধান্য এব- মহারাষ্ট্রীরের দারুচিনি লইয়া যায়, আর বোম্বাইয়ের উত্তর দিগস্থ স্থান হইতে এব- সূরাষ্ট্র, কচ, মন্দিরাজ ও বেীনগর হইতে মাঙ্গালোর নগরে যথেষ্ট বস্থ অনীত হইয়া থাকে, এই নগরের সমুদু তীরে যে লবণ পুসুত হয় তদুর নগরীয় তাবৎ লোকের নিবুহি হয় ন তন্নিমিত্তে বোম্বাই ও গোয়। নগর হইতে আনীত হয়, ঘাট নামক পৰ্ব্বতের উত্তরাংশ হইতে অপকু রেশম এৰ’s চীন ও