( १ d O ) বঙ্গদেশ হইতে শকুর আনীত হয়, অল্পকাল হইল এই মাঙ্গা লোরে আরব্য দেশীয় অনেক জাহাজের সমাগম হইত এব০২ পোতুগীসরাও বহু বাণিজ্য করিত তন্নিমিত্তে এ স্থানে তাহার দিগের বাণিজ্যাগার ছিল, ই০২ ১৫১৬ বাণ২ ১ ০০৩ শালে মস্কত নগরস্থ আরব্য দেশীয়ের পোস্তুগীসদিগের সহিত যুদ্ধ করত পলায়ন করিয়া বম্বাজর নামক স্থানে পোতু গীসদিগের যে সকল বসতি ছিল তাহ সমুদয় ছিন্ন ভিন্ন করিল, তৎকালে এই মাঙ্গণ লোরে পোতু সদিগের যত বাণিজ্যাগার ছিল তাহাও নষ্ট করি সু ছিল, ই০১ ১৭৬৮ বা^ ১১ ৭৫ শালে ই০২লওঁীয় সৈন্যের লোম্বাই হইতে আগমন করিয়া এই নগর অধিকার করিবা মাত্র হয়দরশাহ তাহারদিগের নিকট হইতে অধিকার করিয়া র্গের তাবল্লোককে বন্ধন করিয়াছিল, ই০২ ১৭৮৩ বাপ ১১১০ শালে বোম্বাই উপদ্বীপস্থ ই০sলণ্ডীয় সৈন্যদিগকে এই নগর প্রত্যপিত হইল, পরে জেনেরেল মেথুর সৈন্যেরা নষ্ট হওয়াতে টপু শাহ ফুন্সিদিগের সহিত সন্ধি করিয়া ঘোর যুদ্ধ করিতে লাগিলেন, এব°২ সেই স্থানের দুর্গের কোন স্থান ভাঙ্গিবার নিমিত্ত্বে অনেক চেষ্টা করিয়াছিলেন তথাচ ভাঙ্গিতে পারেন নাই, দ্বিতীয়তঃ কলোনেল কেম্নবেলের পরাক্রম হেতু দুর্গ জয় করণে ও অক্ষম হইয়াছিলেন, ই০২ ১৭৮৪ বাণ২ ১ ১১১ শালে সন্ধি দ্বারা যখন এই দুর্গ ই^লওঁীয়গণ কর্তৃক তাহাকে অপিত হয়, তথন এ স্থানের অতিশয় সুসিাবস্থা হইয়াছিল, মাঙ্গালোর নগর শ্রীরঙ্গপত্তন হইতে ১৬ ই ক্রোশ, ও মান্দরাজ হইতে ৪৪০ ক্রোশ অন্তর । ৩১৪ (I মাদিঘেসি ॥ মহীসুর রাজ্যে এক দুৰ্গম পৰ্ব্বতোপরি মাদিবেসি নামক এক দুর্গ ও সেই পৰ্ব্বতের নিমু ভাগে তন্নামে
পাতা:সন্দেশাবলি.djvu/২৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।