পাতা:সন্দেশাবলি.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ 6 8 ) খ্যাত এক নগর আছে, পূৰ্ব্বকালে এ স্থানে কোন মহারাষ্ট্ৰীয়ের অধিকার ছিল, তথা মাদিঘেসি নাম্নী এক স্ত্রী আপন পতি ৰিয়োগে সহগামিনী হইলে তন্নামানুসারে এই নগর খ্যাত হই য়াছে, এই নগর কোন রাণীর অধিকার ভুক্ত হইয়া পশ্চাৎ চিক পাগৌড়ের পরিবারস্থ কোন ব্যক্তি কর্তৃক জিত হয়, কিন্তু শেষ কালে এ নগর হয়দরের রাজ্য ভুক্ত হইয়াছে। ৩১৫। अTो*झाऽी ll डाज़ड दट्रुद्र श्रक्रि१ मिटsों कáf cमन মধ্যে ই০১লণ্ডীয়দিগের রাজ্যাধীন মন্দিরাজ নামে এক রাজধানী নগর আছে, ইহার উত্তর ও দক্ষিণ দিগে সমুদ্র তীরস্থ বালুক। ময় ভূমি ও ক্ষুদ্র ২ পৰ্ব্বত আছে, সমুদ্র দিয়া গমন কালীন তীর হইতে কিয়দূরে ফোর্ট জর্জ নামক যে এক দুর্গ আছে তাহার প্রাচীরের ও এক দেবালয়ের শোভা দৃষ্ট হয়, মান্দরাজ দিয়া যে এক নদী সমুদুে গমন করিয়াছে সে নদীসম্বকালে বলবতী থাকে অতএব পারাবার হইবার নিমিন্তে যে এক প্রকার নৌক আছে সে নৌকা কাষ্ঠ ও বিশেষ তৃণ দ্বারা নির্মিত হয়, উক্ত প্রকার নৌকা জলে আদু হইয় তাহার এতাদৃশ কোমলতা হয় যে সেই নদীর প্রচণ্ড তরঙ্গের আঘাতে ও তাঁহা ভগ্ন হয় না, এতদেশীয় ধীবর ও অপর লোকদিগের এক প্রকার ভেলা আছে তাহাতে একদা কেবল দুই ব্যক্তি আরোহণ করিতে পারে ঐ ভেল। বাহক লোকের তদুর মৎস্য ধারণ করে কথন ধ জাহাজস্থ মনুষ্যের খাদ্যাদি মন্দিরাজ নগরে অনিয়ন করে, এবং কোন জলমগ্ন লোককে জল হইতে উদ্ধার করিলে পারিতোষিক প্রাপ্ত হয় এই জন্যে তথকৰ্ম্মেতে ও নিযুক্ত থাকে, মান্দরাজ নগর দশন মাত্রে কলিকাতা অপেক্ষ তাহার লিস্তর বিশেষ বোধ হয়, এই নগরের দুর্গ মধ্যে ও উদ্যানে ইউরোপীয়দিগের যে বসতি