পাতা:সন্দেশাবলি.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ d 6 ) আছে, তদ্ভিন্ন নগরের অন্যান্য স্থানে ইহারদিগের বাসস্থান নাই, উক্ত দুর্গের পরিসর বৃহৎ নহে, কিন্তু সুন্দর ও কঠিন রূপে গঠিত হইয়াছে তত্ৰাপি কোন প্রকারে কলিকাতার দুর্গের ন্যায় হইতে পারে না, উক্ত মান্দরাজের দুর্গ মধ্যে পূৰ্ব্বকালের যে এক দুর্গ আছে তাহার অধিকাংশ স্থানে রাজকৰ্ম্মালয় ও তৎ সমৃক্ত ই-লংয়ের বাস করে, এই নগরে অতিদূরস্থিত জাহী জের লোকদিগের সমুদ্ধের তাঁর জ্ঞাপনাথে ই^ ১৭৯৬ বাণ২ ১২০৩ শালে এই প্রাচীন দুর্গের উত্তর দিগে এক বাণিজ্য গারের উপরে এক দীপাধার যন্ত্রনিৰ্ম্মিত হইয়াছে, সমুদ্র হইতে তাহার উচ্চতা ৬০ হস্ত হইবেক, এই স্থানের সমুদু তীর হইতে ১৭ ক্রোশ অন্তরের জাহাজের লোকের। উক্ত যন্তস্থিত আলোক দেথিতে পাইয়। পরমানন্দে তীরের দিগে আইসে, ঐ যন্ত্রের দ্বারা নাবিকের যথেষ্ট উপকৃত হয়, উক্ত দুর্গের দক্ষিণ দিগে ই০১লওঁীয়দিগের এক গ্রীজ ও মান্দরাজাধ্যক্ষের এক ভদ্রাসন আছে, ই০২ ১৮০৭ বা ১২১৪ শালে এ নগরে একবার প্রচণ্ড ঝড় হওয়াতে ইহার প্রায় তাৰই উদ্যান ও অনেক লোক নষ্ট হইয়াছিল, এ নগরের নিকটবৰ্ত্তি স্থানে যদি সুবৃষ্টি হয় তৰে যথেষ্ট শস্য জন্মে, মন্দিরাজ নগরে দক্ষিণ দেশের ন্যায় অল্প স০২থ্যক পশ্বাদি অাছে, তথা যে সকল মহিষ জন্মে তাহারা বঙ্গ দেশীয় মহিষাপেক্ষ থৰ্ব্ব এব^ প্রায় শকট বহন নিমিত্ত্বেই আবশ্যক হইয়া থাকে, উক্ত নগরের নিকট দিয়া যে এক পথ আছে তাহার দুই পাশ্বে বৃক্ষ শ্রেণী থাকাতে অতিশয় সুখ গম্য হইয়াছে, ভারতবর্ষের নানা স্থানে যে সকল ভোজ ৰাজিকর মনুষ্য দৃষ্ট হয় তাহার প্রায় তাবতেই মান্দারাজের বাসেন্দা, মান্দরাজ নগরের বিচারালয়ে তিন জন বিচারকত্ত্ব আছেন,