( > b ) দ০২শ ঐ বাদশাহের অধিকার হইল। পরে আওরঙ্গজেব বাদ শাহের রাজ্য কালে মওজম নামক ইহার সেনাপতি কোচ বেহার দেশ পর্যন্ত আগমনপূর্বক আশাম দেশ জয় করিয়া জারগাণ নামক ইহার রাজধানীতে উপস্থিত হইল, কিন্তু বর্ষ। রম্ভ হইলে এতদেশীয়ের গুপ্তস্থানহইতে আগমনপূর্বক বাদ শাহের সৈন্যেরদিগকে উৎখাত করিলে তাহার পীড়িত হইয় কিয়দ^শ নষ্ট হইল, আর অত্যন্ত্র অবশিষ্ট সৈন্যের অপুশস্ত পথ দিয়া পলায়ন করত সুহ্মপুত্র পর্যন্ত আগমনে সমর্থ হইল, হিন্দুস্থানের যবনের ব্যক্ত করিত, যে আশাম দেশে অনীশ্বর বাদী ও ভূত পেত পুভুতি বাস করে। পুায় ই ১৭১৩ ৰাণ২ ১২০০ শালে বঙ্গ দেশহইতে ই০২লণ্ডীয় সৈন্যেরা কোন রাজ্য চুতি রাজার সহায়তার নিমিত্তে পুেরিত হইলে তাহারা জার গা^ রাজধানীতে স্বচ্ছন্দে উপস্থিত হইয়া কৰ্ম্ম সমন্ন করিল, কিন্তু তথাকার জল বায়, অত্যন্ত পীড়াদায়ক, তৎপ্রযুক্ত অসহিষ্ণু হওয়াতে অত্যন্ত্র সৈন্য পুত্যাগমন করিয়াছিল । ২৪ ॥ আহমদনগর ৷ নব্য আওরঙ্গাবাদ পুদেশে আহমদ নগর নামক এক নগর পূৱ কালাবধি পুসিদ্ধ হইয়। বহুকাল পৰ্য্যন্ত দক্ষিণ দেশীয বাদশাহেরদিগের রাজধানী ছিল, পরে দক্ষিণ দেশস্ত ভামিনিদিগের রাজ্য লোপ হক্টলে আহমদশাহ ই০২ ১৪৮১ বাণ ৮১৬ শালে এ নগর অধিকার করিয়া ই০২ ১৪১৩ বাণ ১০০ শালে রাজধানী নিৰ্ম্মাণ করত ই০২ ১৫০৮ বাণ ১১৫ শালে লোকান্তরপুাপ্ত হইল। পরে ই০২ ১৫৫৩ বা ১৬০ শালে বোরহান নিজাম শাহের ও ই০২ ১৫৬৫ ৰা- ১৭২ শালে হোসেন নিজাম শাহের মৃত্যু হইল, অপর
পাতা:সন্দেশাবলি.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।