পাতা:সন্দেশাবলি.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & S o ) ভীরে নানা উপদ্বীপ আছে ও এই মালাকা উপদ্বীপের পূর্ব দিগ হইতে যথন কলিকাতায় জাহাজ আগমন করে, তখন সচরাচর শালেঞ্জর কোএদা ও পিউলোপিনা০২ উপদ্বীপ হইতে টিন মরিচ গুবাক মোম হস্তিদন্ত ও বেত্র প্রভৃতি দ্রব্য সেই সকল জাহাজ পূর্ণ হইয়া আনীত হয়, মালাকা উপদ্বীপে এই ক্ষণে যথেষ্ট লোকের বসতি হইয়াছে, তন্মধ্যে যে কাফু জাতি আছে তাহারদিগের থাকার কুটিল কেশ ও নিযু নাসিক প্রযুক্ত আফুক দেশীয় কফি জাতির সহিত ইহারদিগের প্রায় কোন অবয়বের বৈলক্ষণ্য নাই, আর উক্ত উপদ্বীপের নিযুভাগে সামা^ নামক যে এক প্রকার কাফু জাতি আছে, তাহারা উক্ত কাফু জাতি হইতে বিস্তর বিশেষ, ইহারদিগের বসতির স্থৈৰ্য্য নাই কথন লোকালয়ে থাকিয় বন হইতে ব্যাধের ন্যায় পশ্বাদি স্বীকার করে, এব^ নানাবিধ গাছড়া অনুসন্ধান করিয়া অনিয়ন করে কথন বা অত্যন্ত নিবিড় বন মধ্যে বাস করে, ই হারা বস্থাদি পরিধান না করিয়া সৰ্ব্বদ উলঙ্গ থাকে, উক্ত জাতিদিগের ভাষা তদেশীয় মালাই জাতির ভাসী হইতে তানেক প্রভেদ আছে, এই মালাই জাতির স~হৃত, আরব্য ও পোতু গীস ভাষা ব্যবহার করে, এবপ২ তাহারদিগের বর্ণাবলি প্রায় আরব্য অক্ষর সমূহের ন্যায়, কিন্তু আরব্য বর্ণমালা হইতে ছয় অঙ্গর অধিক ব্যবহৃত হইয়াছে, উক্ত মালাই জাতীয়েরা আরব্য পারসিক এব^ হিন্দু স্থানের ও যাবাউপদ্বীপের কোন প্রখ্যাত গ্রন্থ ও যাবনিক কোরাণ নামক গ্রন্থ হইতে অনুবাদ করিয়া মালাই ভাষাতে এক পুস্তক স~গ্ৰহ করিয়াছে, তার জবনধর্মাবলম্বন করণের পূৰ্ব্বে যে কোন ধৰ্ম্মাক্রান্ত ছিল তাহার নিশ্চয় নাই কিন্তু অনুভৱ হয় যে ইহার হিন্দু শায়ানুশীলন করিত, এই মালকি