পাতা:সন্দেশাবলি.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ ७१ ) ১৫০০ বা ১৯০৭শালে মালাকাতে সিয়ামিস দেশীয় বাদশাহের রাজ্য হয়, ঐ সোলতান মহম্মদ শাহ, আলফুন্সি ডিআলৰকাকের অধীন পোতু গাঁস সৈন্য কর্তৃক পরাভূত হইয়। এই মালাকা উপ দ্বীপের অন্তঃপাতি কোন স্থানে পলায়ন করিম ছিল, তৎপরে ই• ১৬৪০ বা ১০৪৭ শাল পর্যন্ত এ স্থানে পোতু গীসদিগের অধিকার ছিল, পশ্চাখ ওলন্দাজের ছয় মাস যুদ্ধ করত জয়ী হইয়া ই০২ ১৭১৫ বাণ২ ১২০ ২। শাল পর্যন্ত অধিকার করিয়া ছিল, পরে ইesলংয়ের অধিকার করিয়া আমিন নামক স্থানের সন্ধিতে ঐ ওলন্দাজদিগকে পুত্যপণ করিয়াছিলেন, কিন্তু পুন মালাবার ৷ ভারতবর্ষের পশ্চিম সমুদ্র তীরে মালা বার নামে এক দেশ অাছে, ই তার উত্তল দিগে কর্ণাট, দক্ষিণ দিগে কোচিন রাজ্য, পূদ্ব দিগে পশ্চিম ঘাট নামক পৰ্ব্বত শ্রণী, পশ্চিম দিগে সমুদ্র মালাবার দেশ দীঘে ১৫৫ ক্রোশ, পুস্থে ৩৫ ক্রোশ হইবেক, এই দেশ দুই খণ্ডে বিভক্ত হইয়াছে, তন্মধ্যে বৃহত্তর যে আদি থও তাহাতে অনেক পৰ্ব্বত ও নদী এব০২ উৰ্ব্বর ভূমি অনেক আছে, দ্বিতীয় খণ্ড মধ্যে বালুকাময় ভূমি ও সমুদ্রের নানা থাড়ি আছে, মালাবার দেশে ইর্ণাদু নামক স্থানের এক নদীতে স্বর্ণকণী উত্থিত হয়, এবং মানার ঘাট নামক স্থানের বন মধ্যে অনেক সে গুণ বৃক্ষ আছে কিন্তু তথা কোন নদী নাই এই নিমিত্ত্বে সেই কাষ্ঠ অন্যান্য স্থানে পুেরিত হইতে পারে না, এই দেশের বাণিজ্যের পুধান দ্রব্য গোলমরিচ, তথ্য এই দুব্য যত উৎপন্ন হয় পুiয় তাহার অদ্ধ ভাগ ইউ aেiপীয়ের চিন ও বোম্বাই এবণ স্বদেশে পুেরণ করেন, আর অবশিষ্টাদশ বঙ্গদেশীয় মহন। তীরস্থ ব্যবসায়ি গণ কর্তৃক