পাতা:সন্দেশাবলি.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ ७ ७ } সুরাষ্ট্র কচ সিন্ধু ও হিন্দুস্থানের উত্তর পশ্চিম দিগস্থ তাৰ দেশে প্রেরিত হয়, এই দেশ হয়দর শাহ অধিকার করণের পূৰ্ব্বে অতিশয় ধনাঢ্য ছিল, তথাকার পুজার বহুমূল্য মণি এব০৯ স্বর্ণ ও রৌপ্য যথেষ্ট স°২গ্ৰহ করিয়াছিল, কিন্তু উক্ত বাদ শাহ কর্তৃক অধিকৃত হইলে তাহার সৈন্যেরা বলাৎকার করিয়1 পুজাদিগের অনেক ধনাপহরণ করিল, এব০১ তথকালে কর্ণাটের ব্রাহ্মণের রাজস্ব গ্রহণ করিবার নিমিত্তে অত্যন্ত দৌরাত্মা করিতে লাগিল সুতরা উক্ত দেশের হাসাবস্থা হইয়াছিল, মালাবার দেশের কোন ২ স্থানে এতাদৃশ ক্ষেত্র ভূমি আছে, যে তাহাতে এক বৎসরের মধ্যে তিনবার শস্য জন্মে, উক্ত দেশের গে। মহিষ সকল খৰ্ব্বাকার তৎপুযুক্ত মনুষ্য দ্বারা তথাকার দ্রব্যাদির বহন ক্রিয় সমুন্ন হইয় থাকে, ত , ঘোটক গৰ্দভ শূকর মেষ ও ছাগ অল্প সংখ্যক জন্মে, তন্নিমিত্তে সে দেশের লোকের পুয়োজনানু সারে তাহর পূৰ্ব্ব দিগ হইতে আনয়ন করে, মালাবার দেশের প্রায় তাবৎ গ্রাম উত্তম ও তাহাতে উত্তম হট্ট এবং মুম্ময় গৃহাদি আছে, উক্ত দেশের পালিঘাট নামক নগরের নিকট বর্তি স্থানে মনুষ্য ক্রয় বিক্রয় হয়, তাহার ক্রীত হইলে কৰ্ত্তার ইচ্ছাধীন থাকিয় ক্ষেত্ৰকৰ্ম্ম পুস্তৃতি তাবৎ কৰ্ম্ম নিৰ্বাহ করে, কিন্তু ইহারদিগের পুরুষ ও স্ত্রী ভিন্ন ২ স্থানে বিক্রীত হয় না, এই ক্রীত দাসও দাসীরা গৃহস্থের আশ্রমে বাস করত যদ্যপি সন্তান উৎ পত্তি করে তবে তাহারদিগের সেই সন্তানের উপর ক্রেতা ব্যক্তির অধিকার থাকে না, তাহারা আপনারদিগের সেই জাভ পুত্রকে বিক্রয় করিতে পারে, মালাবার দেশের দক্ষিণ সীমাবধি মধ্যমভাগ পর্যন্ত যে স্থান তাহার পরিমাণ ৩৩০০ ক্রোশ এব^ তন্মধ্যে ৬০ ০০ ০ ৪ লক্ষের ও অধিক পজী আছে, ই২ ১৮০০