পাতা:সন্দেশাবলি.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৬ ৬ ) কুট জন্মে, সে ভারতবর্ষের তাবৎ স্থানের অপেক্ষা উত্তম তন্নিমিত্তে ইহার অনেক গ্রাহক হইয়া থাকে, এই দেশ দিয়া কলিসিন্দ নিম লোদি এই তিন নদী গমন করিয়াছে, এবণ২ তথা নৰ্ম্মদ চম্বল বেটুয়াসিন্ধু সুপ্ত মাহি ও কেন এই কএক নদীর উৎপত্তি হইয়াছে, তন্মধ্যে নর্মুদাদি নদী সকল উক্ত দেশের সীমা মধ্যে বিস্কৃত হইয় ক্রমে গমন করিয়াছে, এ দেশের পুপান নগরের নাম উজ্জয়িনী ইণ্ডোর মুগু ভূপাল বিলস সিরঞ্জ তেঢ়ি কুরবি থেমলাস ও সুজাউলপুর, ই২ ১৩০০ বা ৭০৭ শালে দিল্লির পাঠান বাদশাহ কর্তৃক এই দেশ অধিকৃত হইয় ইহার কর নিরূপিত হইয়াছিল, তৎপরে দুই বৎসর পর্যন্ত তাহার রাজ্যাধীন ছিল, এই বাদশাহ বিন্ধ্য পৰ্ব্বত মধ্যে উক্ত মুগু নগরে রাজধানী করিয়াছিলেন, পশ্চাৎ মোগল জাতি কর্তৃক দিল্লি নগর জিত হক্টলে এই মালোয় দেশ আওরঙ্গজেব বাদশাহের মৃত্যুকাল পর্য্যন্ত দিল্লির রাজ্যাধীন ছিল, ই০২ ১৭ ০০ বা ১১০৭ শালে উক্ত দেশ মহারাষ্ট্রীয় রাজ কর্তৃক অধিকৃত হইয়া ই০২ ১৭৩২ বা ২ ১ ১ ৩১ শালে মোগল রাজ্য হইতে পৃথক হইয়াছে, তৎকালে শাহরাজার অধিকার হইয়া বহুকাল পর্যন্ত তঞ্জাতীয়দিগের অধীন ছিল । ৪০ ০ ৷ মিওয়ার ॥ আজমের প্রদেশে মিওয়ার নামে রাজপুত জাতির একদেশ আছে, এই দেশ কথন ২ চিতর ও উদয়পুর নামে খ্যাত হয়, বস্তুতঃ এইদেশ উদয়পুরের একাণ২শ বটে, আবুলফজল লিখেন যে এই মি ওয়ার দেশ ৪০ ক্রোশ দীঘে ও ৩০ ক্রোশ পুস্থি তন্মধ্যে ১০ ০০০ গ্রাম এব^ চিতর কুম্ভির ও মাগুেল নামে তিন বৃহৎ দুর্গ আছে, এ দেশের চৌর নামক স্থানে এক লৌহের আকর ও মাগুেল নামক স্থানের অধীন জেনপুরে ও আর ং