( ২৬ ৭ ) স্থানে তামুের খনি আছে এতাবন্মাত্র এই দেশে অধিকাংশ উর্বর ভূমি কিন্তু কোন ২ স্থানে মৃত্তিক মধ্যে এত লবণ ও যবক্ষার আছে যে গ্রীষ্মকালে সেই সকল স্থানের নিকটবর্তি কুপ ও ক্ষুদ্র নদীর জল অতিশয় লবণাক্ত হয়, এই দেশে চিনি গোধূম তণ্ডুল ও যব পুভূতি শস্য যথেষ্ট জন্মে, ইহা ব্যতিরেকে উত্তম উষ্ট্র ও ঘোটক জন্মে, এব°২ মোট সূত্রের বস্ত্র পুস্তুত হয়, তভিন্ন কামান ও তল ওয়ার নিৰ্ম্মিত হইয়1 থাকে, উক্ত দেশের আয় ব্যয় জয় নগরের মত হইয়1 থাকে, তথা গুজরাট ও জেসেলমিয়ার এব০২ পালেক হইতে ইউরোপীয় ও পারস্য দুব্য আনীত হয়, এবং দক্ষিণ দেশের দুব্যাদি সেরঞ্চ উজ্জয়িনী ও ইণ্ডোর হইতে আইসে, মিওয়ারের প্রধান নগর উদয়পুর সাগুরা ও বিলার এব০২ পুধান নদী বামাস এইক্ষণে উক্ত দেশে অনেক রাজপুত জাতীয় ক্ষুদ্র ২ রাজার অধিকার অাছে, কিন্তু তাহারা সকলে উদয়পুরের রাণাকে কর পুদান করে, এবণ২ তাহার পরল্পর যুদ্ধ করে, এই নিমিত্তে তাহারদিগের অনৈক্য দেখিয়া সিন্ধিয়া হল কর ও অন্যান্য মহারাষ্ট্ৰীয় দুরাত্মার বৎসর ২ অামিয়া এথান কার পুজাদিগের ধনাদি লুট করিয়া লইয়া গমন করে। ৪০ ১ । মিরট দিল্লী প্রদেশে ও দিল্লী নগর হইতে ৩২ ক্রোশ উত্তর পুত্ব দিগে মিরট নামে এক নগর আছে, ই ১০১৮ৰা~ ৪২৫ শালে গিজনির মহম্মদ বাদশাহ কর্তৃক এ নগরে প্রথম জবন। ধিকার হয়, ইহার পূৰ্ব্বকালে এই নগর হিন্দুদিগের রাজত্বাধীন হইয়া অতি গণ্য ছিল, তৎপরে ইণ২ ১২৪০ বাণ২ ৬ ৪৭ শালে জঙ্গিস খুঁরি বণ\শীয় তরমেহরিণ র্যার সৈন্যেরা এ স্থানে আগমন করত যুদ্ধে পরাভব হইয়াছিল, পরে ই^ ১৩১১ বা^ ৮০৬ শালে তৈমুর বাদশাহ কর্তৃক এ নগর অধিকৃত হইয়া ভগ্নাবস্থ৷
পাতা:সন্দেশাবলি.djvu/২৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।