পাতা:সন্দেশাবলি.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R、Sレ ) প্রাপ্ত হয়, পরে এই বাদশাহ এ স্থান হইতে গমন করিলে পুন বর্ধার নগরের উন্নতি হইয়াছে, ইদানী৭২ এ নগর ই^লণ্ডীয় দিগের গঙ্গা ও যমুনার মধ্যবৰ্ত্তি অনেক অধিকৃত দেশের রাজ ধানী হইয়াছে, এবণ২ তথা ই-২ ১৮০১ বা ১২, ১৬ শালে তাহার এক সৈন্যাগার নির্মাণ করিয়াছে। ৪০২ ৷ মুজের বাহার দেশে গঙ্গার দক্ষিণ তীরে মুঙ্গের নামে এক নগর ও এক বৃহৎ দুর্গ আছে, এই দুর্গ গঙ্গার নিকটস্থ নিযু ভূমিতে স্থাপিত এবপ্ৰ অতিশয় প্রাচীন, ইহার চতুদিগে পুষ্ঠিীর ও থাত আছে, মুঙ্গের নগরের উত্তর দিগে ত্রিহুত ও পূর্ণা, দক্ষিণ দিগে রামগড় ও বীরভূমি, পূৰ্ব্ব দিগে রাজমহল ও বীরভূমি, এব০৯ পশ্চিম দিগে বাহার দেশ, ই ১৭৮৪ বা ১ ১১ ১ শালে ঐ নগরের চতুরশীয় ৮২৭০ ক্রোশ ভূমির মধ্যে গঙ্গার উত্তর তীরস্থ ২৮১৭ ক্রোশ পরিমিত ভূমি ভাগলপুর ভুক্ত হইয়াছে, পূৰ্ব্বকালে ঐ স্থানের বন মধ্যে রিক জাতির বসতি ছিল, ব্যক্ত আছে যে উক্ত জাতীয় এক ব্যক্তি বিশ্বকৰ্ম্মার সহায়তা পুপ্তি হইয়া ঐ দুর্গ নির্মাণ পূৰ্ব্বক মুঙ্গের নামে খ্যাত করিয়াছিল, তখ কালে এ স্থানে কেবল বন ও চণ্ডী নাম্নী এক দেবীর মন্দির ছিল, এই নগরের এক মাঠে নানা ক্ষুদুং পৰ্ব্বতের পশ্চাৎ ভাগে ও গঙ্গা হইতে প্রায় অৰ্দ্ধ ক্রোশ অন্তরে সীতাকুণ্ড নামে এক উষ্ণ কৃপ আছে, তাহার জলে হস্ত স্লশ করিয়া অধিক ক্ষণ উত্তাপ সহ্য করা যায় না, সোলতান সুজা বঙ্গ দেশ অধিকার করিয়া মুঙ্গের নগরে বাস করিয়াছিলেন, পরে সাহ জাহান বাদশাহ তাহার পিতার বিদ্রোহী হইলে তিনি এই নগর প্রাচীর বদ্ধ করিয়া ছিলেন, তৎপরে কাসিম আলি হাঁ| এই নগরে বাস করত ই^লণ্ডীয় লোক দ্বারা তথাকরি লিপ২হাসনাভিষিক্ত হইয়।