পাতা:সন্দেশাবলি.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ १ » ) গড় ভুক্ত কতিপয় স্থান, ই২ ১৭৮৪ বা ১১১১ শালে পরি মাণ করিয়া মেদিনীপুরের চতুৰ্বশ্ৰীয় ভূমি ৬১০২ ক্রোশ স্থির হইয়াছিল, তৎপরে আরো ভূমি ঐ দেশ ভূক্ত হইয়াছে, এব০২ ই-২ ১৮০০ বা ১২০৭ শালে কোন দেশ নিরূপক পুস্তকে লিখে যে এই দেশের ভূমির তিন অংশের দুই অংশ বন তাহাতে ভয়ানক পশ্বাদি বাস করে, আর একাংশ সমুদয় উৰ্ব্বর ভূমি, এব০২ এ দেশের প্রজা স০১থ্যা ১৫ ০০ ০০ ০ লক্ষ, ই০২ ১৭৭০ বা^ ১১৭৭ শালে একবার দুর্ভিক্ষ্য হওয়াতে এই দেশের অৰ্দ্ধেক লোকের প্রাণ নষ্ট হয়, তৎপরে ই০২ ১৭১০ বাণ২ ১১১৭ শালে আর এক ক্ষুদ্র মন্বন্তর হওনের পরক্ষণ অবধি ক্রমে ২ কৃষি কর্মের উন্নতি ও লোকের বাহুল্য হইতে লাগিল, প্রায় একশত বৎসর হইল এ দেশে কোন ২ দুৰ্যের বাণিজ্য হইত কিন্তু ইউরোপীয় ব্যবসায়িরা বালেশ্বর ও পিপলি নামক স্থানে সৰ্বদ গমনাগমন করাতে সে তাবদ্বাণিজ্যের অল্পত হইয়াছে, এই মেদিনীপুরের মহারাষ্ট্রীয়দিগের দৌরাত্ম্য হইতে পুজাদিগকে রক্ষা করিবার জন্যে পূৰ্বকালে যে সকল প্রস্তর ও মৃন্ময় দুর্গ নির্মিত হইয় ছিল, সে তাবৎ ভগ্ন হওয়াতে তথাকার ভূস্বামীরা কোন ২ দুর্গের দুব্য দ্বারা আপনারদিগের গৃহাদি নির্মাণ করিয়াছেন, পূৰ্বকালে উক্ত দেশে মহারাষ্ট্ৰীয়ের আসিয়া দৌরাত্মা করিত এই নিমিত্তে তথাকার ভূমিপতির একত্র হইয় স্ব ২ সম্নত্ত্যাদি রক্ষার্থে এক দল অস্ত্ৰধারী লোককে বেতন দিয়া রক্ষা করিয়া ছিল, মেদিনীপুর দেশে কোন উত্তম দেৰগৃহ নাই, তথাকার লোকেরা এমত রীতি ক্রমে সন্তানাদি পুতিপালন করে যে তাহার শ্লেযুজ কিম্বা উদরভঙ্গ পীড়াতে নষ্ট হয় না কিন্তু বসন্ত রোগে অনেক শিশুর প্রাণ ৰিয়োগ হয়, তদেশীয়ের বহুকাল