( २ १ १ ) পর্যন্ত টীকা দেওনের পুকরণ জ্ঞাত আছে কিন্তু ব্যবহার নাই, ইহার নিৰুিরোধী এবং রাজার সমীপে কোন বিচার পুর্থনা করে না, মেদিনীপুরে এমত কোন পাঠালয় নাই যে তাহাতে হিন্দুশাস্ত্র কিম্ব জাৰনিক আইন ইত্যাদি শিক্ষা করিতে পারে, এ দেশের সাত অ-২শের একা~শ জবন জাতি, ইহার প্রধান নগর মেদিনীপুর জলেশ্বর পিপলি ও নারায়ণ গড় কিন্তু এই সক লের মধ্যে কোন নগর পরিমাণে বৃহৎ নাই, ই^ ১৭৬১ বা^ ১ ১৬৮ শালে উক্ত দেশ বঙ্গদেশীয় নবাব কাসেম আলি ই০২ লণ্ডীয়দিগকে অপর্ণ করিয়াছেন । ৪০৬ । মেরজাপুর ॥আলাহাবাদ প্রদেশে চুনার নগর সমৃক্ত গঙ্গার দক্ষিণ দিগে মেরজাপুর নামে এক নগর আছে, হিন্দুস্থান মধ্যে এই নগর অতি পুধনি বাণিজ্য স্থল, এ স্থানে আগরা ও মহারাষ্ট্র দেশ হইতে যথেষ্ট তুল বিক্রয়ার্থে আনীত হয়, আর বঙ্গদেশ হইতে এ স্থানে রেশম আনীত হইয়া মহারাষ্ট্র এব০২ হিন্দুস্থানে প্রেরিত হইয় থাকে, এই নগরের নিকটবৰ্ত্তি স্থানে বহুকাল অবধি দুলিচ ও নানা প্রকার সূত্রবস্ত্র পুস্থত হয়, এই নগর মধ্যে ইউরোপীয়দিগের ও স্বদেশীয়দিগের নানা গৃহ এব’s গঙ্গা তীরে নানা দেবালয় আছে, তাহাতে ইহার উত্তম শোভ দৃষ্ট হয়, মেরজাপুর নগর বারাণসী হইতে ৩০ ক্রোশ, কলি কাতা হইতে মোরসিদাবাদ দিয়া গমনে ৭৫৪ ক্রোশ ও বীর ভূমি দিয়া ৬৪১ ক্রোশ। ৪০৭৷৷ মোরসিদাবাদ ৷ বঙ্গদেশে রাজশাহি সমৃক্ত মোর সিদাবাদ নামে এক বৃহৎ নগর আছে, এ নগর কিছু কালের নিমিত্তে বঙ্গদেশের রাজধানী হইয়াছিল, ইহার প্রাচীন নাম মোথলুদাবাদ, ই• ১৭০৪ বা ১১১১ শালে মোরসেদ কুলি
পাতা:সন্দেশাবলি.djvu/২৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।