পাতা:সন্দেশাবলি.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શૈી शनार्डन হইতে আপনার রাজধানী এই নগরে অনিয়া ইহার নাম মোরসিদাবাদ ব্যক্ত করিলেন, গঙ্গার যে এক শাখা ভাগীরথী নামে খ্যাত হইয়াছে এই নগর তাহার উত্তর পাশ্বে ৮ ক্রোশ ব্যাপিয়া আছে, এ স্থানে নবাবদিগের অউ লিকা ও তাবৎ লোকদিগের যাবদীয় গৃহাদি অতিশয় অনু স্তম, এবং এই স্থানের তাবৎ পথ এতাদৃশ অপ্রশস্ত যে প্রায় শকটাদি গমন করিতে পারে না, এই মোরসিদাবাদ কোন কালে ভিন্ত্যাদি দ্বারা বদ্ধ হয় নাই, ই^ ১৭৪২ বাণ ১১৪১ শালে মহারাষ্ট্রীয়দিগের আক্রমণ ভয়ে ইহার স্থানে ২ প্রয়ে জনাভিধেয় মুৰ্চ নিৰ্ম্মিত হইয়াছিল, এই নগরে বাণিজ্যের অতিশয় বাহুল্য আছে, এই স্থানে ভাগীরথীতে কাৰ্ত্তিক মাস অবধি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জল থাকে না কিন্তু ইহার দক্ষিণ দিগে জলঙ্গীর সহিত স০২যোগ থাকাতে কলিকাতার গঙ্গার তুল্য তাহার প্লাশস্থ্য আছে, এই মোরসিদাবাদের অৰিদরে যে এক বক্র বিল আছে সে কাসিম বাজারের গঙ্গার এক থাড়ি মাত্র, আলিবরদি স্থার রাজ্য কালে এই ঞ্চিলের নিকট একপুরী নির্মিতহইয়াছিল, তাহাতে কৃষ্ণ বর্ণ যে সকল উত্তম ২ স্তম্ভ আছে সে তাবৎ গৌড় দেশের রাজার ভগ্ন গৃহ হইতে আনীত হইয়াছে, এই মোরলিদাবাদ হইতে পট্টবস্ত্র ও সূত্রবস্ত্র এবং৯ অন্যান্য নানাবিধ সামগ্রী দেশ বিদেশে প্রেরিত হয়, ইহার চতুদিগে অনেক বসতি আছে ও উত্তম কৃষি কৰ্ম্ম হইয় থাকে, বঙ্গদেশের মধ্যে এই নগরের দিগে দ্যুদিগের অতিশয় দৌরাত্ম্য আছে, তন্নিমিত্তে এতদেশীয় কোন ২ লোকেরা আপনারদিগের গৃহে নানাবিধ অস্ত্র রক্ষা করে, ই ১৭০৪ বা ১১১১ শালে নবাব জাফের খাঁ ঢাকার রাজধানী এই ক ১