পাতা:সন্দেশাবলি.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ १७ ) জ্যেষ্ঠ পুত্র ১৭ বৎসর বয়স্ক সৈয়দ জিনউদ্বিনআলি গঁ উত্তরাধি কারী হইয়াছিল, তৎকালে মুঙ্গের পূর্ণিয় দিনাজপুর রাজশাহি ও বীরভূমি মোরসিদাবাদের অন্তঃপাতি ছিল, ই• ১৮০১ বাণ৯ ১২০৮ শালে এই মোরসিদাবাদে ১০২০ ৫৭২ মনুষ্য গণিত হয়, তন্মধ্যে একা^শ জবন ও তিন অংশ হিন্দু, এই নগর কলিকাতার উত্তর দিগে ১২০ ক্রোশ অন্তর। ৪০৮ ॥ মোরাদাবাদ ৷ দিল্লী প্রদেশে বরেলি নগর সমৃক্ত ও বরেলি নগর হইতে ৫০ ক্রোশ উত্তর পশ্চিম দিগে মোরাদাবাদ নামে এক নগর আছে, পৰ্ব্বকালে এ নগর বদ্ধিষ্ণু ছিল, তন্মধ্যে যে এক মুদ্রানির্মাণাগার ছিল তাহার মুদ্র অদাপি হিন্দুস্থান মধ্যে মোরাদাবাদ টাকা নামে চলিত আছে, কিয়দিবসাবধি এই নগর হ্রাসাবস্থা প্রাপ্ত হইয়াছিল কিন্তু বরেলি নগর অযোধ্যার নবাব কর্তৃক ইলেণ্ডীয়দিগকে অপিত হইলে তাহার কিছুকাল গতে অর্থাৎ ই~ ১৮০৪ বাণ ১১ ১২ শালে অার এক দেশ উক্ত নগর ভূক্ত হওয়াতে ত্বরায় উন্নতি হইয়াছে, এ স্থানে ই-২ লণ্ডীয়দিগের রাজকর স^গ্রহকারির ও রাজাজ্ঞানুযায়িক নগর শাসন কারিদিগের বাস স্থান আছে। ৪০১ ॥ যমুনা ৷ হিমালয় পৰ্ব্বতের দক্ষিণ দিগে যে স্থানে গঙ্গার উৎপত্তি হইয়াছে তাহার অবিদূরে যমুনার উৎপত্তি ৰোধ হয়, বস্তুতঃ ইহার জন্মস্থান নিশ্চয় হয় নাই, এই নদী শ্রীনগর দেশ হইতে দক্ষিণ দিগে গঙ্গার সহিত পুয়ি সমরেখাতে বহমান হইয়। ঐ গঙ্গার ৪০ ক্রোশ অন্তরবৰ্ত্তি গরুড়দ্বার নামক এক গ্রামে গমন করিয়াছে, তথা ইহার পুশিস্ত্য এক ঝিলের ন্যায় হইবেক, সেই জলে যথেষ্ট মৎস্য আছে সে মৎস্য কেহ ধারণ করে না, এই যমুনা নদী তথা হইতে গমন করত হিন্দুস্থানের