পাতা:সন্দেশাবলি.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ १ १ ) দিল্লি পুদেশে পুবেশ করিয়া দক্ষিণ দিগ দিয়া গঙ্গা হইতে কোন স্থানে ৫০ ক্রোশ ও কোন স্থানে ৭৫ ক্রোশ আন্তরবর্তিনী হইয়। গঙ্গার ন্যায় সমরেখাতে গমন করত আলাহাবাদে তাহার সহিত যুক্ত হইয়াছে, কাৰ্ত্তিক মাসের পূর্ব সময়ে আগরার উত্তর দিগে যমুনাতে অনেকানেক স্থানে পদবুজে গমনাগমন করা যায়, ইহার তাবৎ বক্র গমন শুদ্ধ দীঘ ৭৮০ ক্রোশ পরি মিত হইয়াছে। ৪ ১০ ৷৷ যাবা ll পূৰ্ব সমুদ্রে প্রায় পূৰ্বপশ্চিমে দীঘে ৬০০ ক্রোশ পুস্থে সৰ্ব্বশুদ্ধ ১৫ ক্রোশ পরিমিত যাব নামে এক বৃহৎ উপ দ্বীপ আছে, ইহার দক্ষিণ ও পশ্চিম দিগে ভারতবর্ষীয় সমুদ্র, উত্তর পশ্চিম কোণে সুমাত্র উপদ্বীপ,নিজ উত্তর দিগে বোরনি ও উপদ্বীপ, উত্তর পূৰ্ব্ব দিগে সেলিবিস উপদ্বীপ এৰ পূৰ্ব দিগে মাদুরা ও বালি নামক উপদ্বীপ, এই দুই উপদ্বীপ হইতে দুই অপুশস্ত থাড়ি দ্বারা যাব উপদ্বীপ পৃথক হইয়াছে, এই যাবা উপ দ্বীপের পূর্ব দিগে যে অপকৃষ্ট স্থান আছে তথা লোকালয় ও কৃষি কৰ্ম্ম অল্প এব^ ইহার মধ্যস্থলে যে পৰ্ব্বত শ্রেণী আছে তন্মধ্যে এক অগ্নিময় পৰ্বত হইতে ধূম উত্থিত হইয় থাকে, ঐ পৰ্বত শ্রেণী হইতে অনেক নদীর উৎপত্তি হইয়াছে, কিন্তু তন্মধ্যে এমত কোন বৃহন্নদী নাই যে তাহাতে জাহাজ গতায়াত করিতে পারে, এই নদী সমূহের মধ্যে যোয়ান সোদানী অর্থাৎ, তঙ্গীরঙ্গ এই দুই প্রধান নদী আছে, এব^ এই যাব উপদ্বীপে উক্ত অগ্নিময় পৰ্বত ভিন্ন যে অন্যান্য পৰ্বত আছে, তাহার দিগের উচ্চতায় মেঘ সকলের গতি রোধ হওয়াতে অতিশয় বর্ষ। হইয়া উপত্যক ভূমি সকল এতাদৃশ উন্দ্রর হইয়াছে যে,তথ গোপূম যব পোটেটস আলু তামুকুট ও যথেষ্ট ধান্য জন্মে, এই