পাতা:সন্দেশাবলি.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ዓ > ) এই স্থানে চীন জাতীয় মনুষ্য অনেক আছে, তাহার তত্রস্থ যাবানি ও মালাই জাতির সহিত পরল্পর বিবাহ সম্বন্ধ করে, ইহার বিবাহ ও উপপত্নী করণার্থে স্ত্রী লোক ক্রয় করিয়া থাকে, ঐ যাবানি জাতীয়দিগের হস্তপদাদি ক্ষুদ্র ২ অথচ সুদৃশ্য ও ইহার দিগের শরীর শুভুবর্ণ কিন্তু চক্ষু ও কেশ সমস্ত আতিশয় কৃষ্ণবর্ণ উক্ত জাতীয়ের অত্যন্ত অপবিত্রাচারী ও প্রায় তাবৎ মাণ২স ভক্ষণ করে, ইহারদিগের ভাষাতে কোন ২ স^স্থত শব্দ আছে, কিন্তু অক্ষর সকল দেবনাগর অক্ষরের সহিত ঐক্য হয় না, উক্ত জাতীয় দিগের কোন ২ ব্যবহার এব০২ শাল ও কাপের নিয়মাদি দেথিয়া বোধ হয় যে ইহার হিন্দুজাতি হইতে উদ্ভব হইয়াছে, বিশে ষতঃ এই উপদ্বীপের কোদ নামক স্থানে এক অতি প্রাচীন দেৱ৷ লয়ে পুস্তর ও নানা ধাতু নিৰ্ম্মিত ব্ৰহ্মা বিষ্ণু মহাদেব ভবানী গজ নন পুস্তৃতি দেবতার মূৰ্ত্তি পাওয়া গিয়াছে, এব^ ই ১৮১১ বাণ ১২১৮ শালে ইহার কোন স্থানে প্রায় একশত বৎসরের পৰ্ব্বকালের অঙ্কিত পুস্তর পাওয়া যায়, তাহার অক্ষর সকল এত দৃশ লুপ্ত হইয়াছিল যে প্রথমতঃ কেইতাহ পাঠ করিতে পারে নাই, পরে মাশডেন সাহেব বহু চেষ্টা করিয়া সেই সকল অক্ষ রকে বৰ্ম্ম জাতীয়দিগের ব্যবহার্য অক্ষর অনুভব করিলেন, ই২ ১৮১৪ বt৭২ ১২২১ শালের সহিত ইহারদিগের শকাব্দী ১৭ ৪১ ঐক্য হয়, পূৰ্ব্বকালে ইহার বৌদ্ধমতাবলম্বী ছিল, এই যাবা উপদ্বীপের অধিপতি আপনার সভাসদ ও অমাত্যবর্গ ও পুজালোকদিগকে যথেষ্ট ভূমি দান করিয়া পুনৰ্ব্বার ইচ্ছানু সারে গ্রহণ করেন, এই নিমিত্তে দান কালে কাহাকে ও সনন্দ করিয়া দেন ন সুতরা-১ কেহ বহুকাল পর্যন্ত সেই প্রাপ্ত ভূমির ভোগী হইতে পারে না, ইদানী^ উক্ত উপদ্বীপ বান্টাম জেকট সুইসনন ও সুলতানের রাজ্য ও চেরিবন এই পঞ্চ খণ্ডে ৰিভক্ত