পাতা:সন্দেশাবলি.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २.b~* / ধৃত ও নষ্ট হইল, এবং যাব উপদ্বীপ ইংলণ্ডয়দিগের অধি কার হইল । ৪ ১ ১ । যোধপুর lা আজমিয়ার দেশের মধ্যস্থল অবধি তাহার পূৰ্ব্ব ভাগ পর্যন্ত ব্যাপিয় যোধপুর নামে এক বৃহৎ রাজ্য আছে, ইহার চতুঃসীমা নিশ্চয় রূপে জানা যায় নাই, অনুমান দ্বারা এই স্থির হইয়াছে যে ইহার উত্তর দিগে বিকানিয়ার ও জেসেলমিয়ার, দক্ষিণ দিগে গুজরাট ও উদয়পুর, পূর্ব দিগে জয় নগরের রাজার রাজ্য সীমা, অতি পূৰ্ব্বকালাবধি এই দেশ মারওয়ার যোধপুর ও যুদ্ধপুর এই তিন নামে খ্যাত হইয়া এইক্ষণে প্রায় অাদি নামেই প্রসিদ্ধ আছে, আর তথাকার রাজার রোহতারি ও মার ওয়ারি নামে ব্যক্ত আছেন, এ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ পূৰ্ব্ব দিগের সম্মুথের ভূমি উর্বর তাহাতে গোধূম যব ও অন্যান্য শল্য যথেষ্ট জন্মে, তভিন্ন এ স্থানে এক শিশার খনি আছে, এ রাজ্যে যে সকল বাণিজ্য দ্রব্য সুরাষ্ট্র হইতে আনীত হয় সে আহমদাবাদ ও গুজরাট দেশ দিয়া আইসে, এব০২ দক্ষিণ দেশের বাণিজ্য দ্রব্য মিওয়ার ও কোটা নামক স্থানের নিকট দিয়া আনীত হয়, আর টাটা দেশ হইতে শাল ও সূত্রবস্ত্র এব^ আফিম তণ্ডুল ইস্পাত লৌহ ও মসলা প্রভৃতি যে সকল দ্রব্য বাণিজ্যার্থে আনীত হয় তাহা এই যোধপুরের পথে অতিশয় বালুক প্রযুক্ত শকটে আনয়নের প্রতিবন্ধক হও য়াতে বলদ ও উষ্ট্র দ্বারা উক্ত রাজ্যের পালি নামক এক প্রধান নগরে আইসে, এ স্থানের বলদ অতিশয় বৃহৎ তৎপুযুক্ত ভারত বর্ষের তাবদেশে পুয়োজন হইয়া থাকে, এই যোধপুর হইতে লবণ উষ্ট্র ও ঘোটক ভিন্ন দেশে প্রেরিত হয়, যোধপুরে অধি • १.