( 、レ込 ) কা^শ রাহতোর নামক রাজপুত জাতি আছে,কিন্তু তথা লোক৷ লয়ের যাদৃশ বাহুল্য ছিল ইদানী^তাহার ন্যূনতা হইয়াছে পূৰ্ব্ব কালে আওরঙ্গজেব বাদশাহের এক পুধান সৈন্যাধ্যক্ষ রাজা যশো মন্ত সি-২হ এই যোধপুরের অধিপতি ছিলেন, ই২ ১৫৮১ বাণ২ ১৮৮শালে কাবুলের নিকট কোন স্থানে তাহার মৃত্যু হওয়াতে উক্ত বাদশাহ তাহার পুত্রদিগকে স্বকীয় ধৰ্ম্মাক্রান্ত করাইতে আজ্ঞা করিলেন, তাহাতে ঐ মৃত রাজার আত্মীয় লোকেরা যুদ্ধ করত অনেকে বিনষ্ট হইল, অবশেষে ঐ বাদশাহ রাজপরিবার গণকে এ রাজ্যের দুর্গ হইতে বহিষ্ণুরণ করাতে তাহারদিগকে বনে ও পৰ্ব্বতে গিয়া বাস করিতে হইল, ব্যক্ত আছে যে ঐ রাজ পরিবারের বহুবিধ দূরবস্থা প্রাপ্ত হইয় পরে উক্ত বাদশাহের লোকান্তর হইলে পুনৰ্ব্বার রাজ্যাধিকারী হইয়াছিলেন, এব৯ তদ্বিষয়ে এরাদত ঐ নামক এক গ্রন্থকর্তা লিথিয়াছেন যে ঐ রাজার পৌত্র অজিত লিপ২হ এই রাজ্যাধিপতি হইয়া উক্ত বাদ শাহের তাবৎ জাবনিক দেবালয় ভগ্ন করিলেন, ইদানী" মান সি^হ নামে যে এক ব্যক্তি এই রাজ্যের রাজা হইয়াছেন তিনি অতিশয় যোদ্ধা বটেন কিন্তু পরিবার মধ্যে পরম্নরের বিরোধ হও য়াতে যুদ্ধ করণে অশক্ত হইয় অন্যান্য রাজপুত জাতির ন্যায় দৌলতরাও সিন্ধিয়াকে এবণ কোন ২ দুরাত্মা মহারাষ্ট্রীয়কে রাজকর পুদান করিয়া থাকেন। ৪ ১২ ৷ রঙ্গপুর lা বঙ্গদেশের উত্তর পূর্ব দিগে রঙ্গপুর নামে এক দেশ অাছে, ইহার উত্তর দিগে ভূতান দেশীয় পৰ্ব্বত, দক্ষিণ দিগে ময়মনসিংহ, পূৰ্বদিগে ব্ৰহ্মপুত্র নদ, পশ্চিম দিগে দিনাজপুর, এই রঙ্গপুরের সন্মুখ স্থান অত্যুত্তম তথা জলকষ্ট নাই, আর বঙ্গদেশের ন্যায় এই দেশের উৰ্ব্বর ভূমি তাহাতে
পাতা:সন্দেশাবলি.djvu/২৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।