পাতা:সন্দেশাবলি.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ १ b~ १ ) আপনারাই প্রতিপালিত হয়, পেগু দেশীয় লোকদিগের সহিত এই রাঙ্গুন দেশীয় লোকদিগের অতিশয় যুদ্ধ হয়, এই নিমিত্তে উক্ত দেশে লোকালয়ের অল্পত হইয়াছে, তথা ৫০০০ গৃহস্থ তন্মধ্যে ৩০০০০ মনুষ্যের অধিক নাই, উক্ত রাঙ্গুন নগরে পৰ্ব্ব কালাবধি পোতুগীস জাতীয় যে সকল মনুষ্য আছে, তাহার তাবতেই সৈন্য কৰ্ম্ম করে, তথা তাহারদিগের এক দেবাচ্চ নার স্থান আছে, উক্ত জাতীয়ের ভিক্ষা করিয়া তাহার ব্যয় নিৰ্বাহ করে, তভিন্ন পারসি আরমানি ও অল্প স~খ্যক জবন আছে, এই কএক জাতীয়ের এ স্থানে বাণিজ্য কৰ্ম্ম করিয়া থাকে, এবণ২ রাজকৰ্ম্মকারিরা সচরাচর ঐ সকল লোকের কোন ২ ব্যক্তিকে রাজসম্বকীয় কৰ্ম্মে নিয়োগ করে, রাঙ্গুন দেশীয় উক্ত নদীর পর পারে মেন্দি নামক অার এক নগর অাছে, সেই নগর প্রবেশ করণের নিমিত্তে কেবল এক দীর্ঘ পথ ভিন্ন পথান্তর নাই, ভারত বর্ষীয় নানা স্থানের যোত্রহীন ঋণিদিগের বহুকাল পর্যন্ত এই রাঙ্গুন নগর লভ্য জনক স্থান হওয়াতে নানা দেশীয় লোকেরা তথা গমন করিয়া বৰ্ম্ম দিগের অনুগ্রহ প্রাপ্ত হয়, এবণ তাহার সেখানে যৎকিঞ্চিৎ দুব্যের বাণিজ্য করত প্রতি পালিত হয়, তন্নিমিত্তে উক্ত নগরে ইংলণ্ডীয় ফুন্সি পোতুগীস পারসি পারস্য, ও মালাবার দেশীয় এবং মোগল প্রভৃতি অনেকানেক বিশিষ্ট ও সামান্য লোকের গিয়া বাস করিতেছে, এই সকল পলায়িত মনুষ্যের যদ্যপি তথাকার বর্মাদিগের গোদাম নামক দেবতার দ্বেষ না করে তবে তাহার ও ইহারদিগের ধর্মের পুতি কোন অনিষ্টাচরণ করে না, ই^লণ্ডীয়দিগের রাজ্য হইতে রাঙ্গুনে বস্ত্র গ্লাস লৌহের দ্রব্য ও বনাত আনীত হয়, এব০২ রাঙ্গুন হইতে কেবল বৃহৎ ং কাষ্ঠ ই^লণ্ডে প্রেরিত হইয়।