পাতা:সন্দেশাবলি.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ RᎿᎭ ) থাকে, কিন্তু ইরায়দ্বি নদী দিয়া নৌকা দ্বারা বৎসর ২ ঢাকা লক্ষ্মীপুর পাটনা বারাণসী ভগবানগোল ও কলিকাতাতে হস্তি দন্ত মোম লা তক্ত ও চীন দেশীয় তামু আইসে, রাঙ্গুনের আড়াই ক্রোশ উত্তর দিগে শুদাগন অথবা দাগণ নামক এক বৃহৎ মন্দির আছে, সে পেগু দেশীয় শুমেদেওর মন্দির অপেক্ষ বৃহৎ নহে, রাঙ্গুনের বর্তমান রাজবংশীয়দিগের পুথম রাজা আলপ্পু, এই ব্যক্তি কর্তৃক রাঙ্গুন নগর স্থাপিত হয়, ইহার পৰ্ব্বকালে এই স্থানে অনেক বসতি ছিল, কিয়দিবস পরে তাহার ভগ্নাবস্থা হইলে ঐ অ্যালয় রাজ পুনৰ্ব্বার উন্নতি করিল, ই০১ ১৮১০ বাণ ১২ ১৭ শালে এই নগর অগ্নিতে দগ্ধ হইয়া একেবারে নষ্ট হইয়াছিল, কিন্তু তথাকার লোকের পুনৰ্বার গৃহ সকল নিৰ্মাণ করিয়াছে। ৪ ১৮ ॥ রাজমহল ৷ বঙ্গদেশে গঙ্গার পশ্চিম তীরে রাজমহল নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে পূর্ণিয় ও দিনাজপুর, দক্ষিণ দিগে রাজশাহি, পূৰ্ব্ব দিগে দিনাজপুর ও রাজশাহি, পশ্চিম দিগে মুঙ্গের ও পূর্ণিয়া, এই দেশ তথাকার রাজধানীর রামানুসারে আকবর নগর বলিয়া ও ব্যক্ত আছে, এব°১ ই~ লণ্ডীয়েরা আপনারদিগের রাজকর লিখিত পুস্তকে ঐ রাজমহল অথবা আকবর নগরকে কাস্কজোল বলিয়া লিখেন, ই০২ ১৭৮৪ বা ১১১১ শালে মেজর রেনেল এই রাজমহল ও ভাগলপুর এই দুই দেশের চতুশ্রীয় ভূমি ১০৪৮৭ ক্রোশ পরিমাণ করিয়া তন্মধ্যে ৫৪৩৫ ক্রোশ পতিত ভূমি আছে ইহা স্থির করিয়া ছিলেন, তৎকালে রাজমহল দেশে ৫৪৭৬০০ টাকা রাজস্ব উৎ পন্ন হইয়াছিল, এ দেশের রাজমহল নগরের নিকটবৰ্ত্তি স্থানের মৃত্তিক যে প্রকার প্রস্তর মিশ্রিত তাহার দক্ষিণ দিগে তদ্রুপ নহে,