পাতা:সন্দেশাবলি.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R>o ) করিয়া দিয়াছিলেন, উক্ত শালে এই সাহেবের মৃত্যু হইলে তাহার স্মরণাগে ই লণ্ডীয়দিগের এবং তদেশীয় ভূস্বামী দিগের ব্যয় দ্বারা দুই সমাজ নিৰ্ম্মিত হইয়াছে রাজমহল দেশের প্রধান নগর রাজমহল মালদাহ এব০২ পুধান নদী গঙ্গা তভিন্ন অন্যান্য নদী ও তথাকার নানা স্থান দিয়া গমন করিয়াছে। ৪ ১১। রাজশাহী lt বঙ্গদেশের মধ্যস্থলে রাজশাহী নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে দিনাজপুর ও ময়মনসিং২হ, দক্ষিণ দিগে বীরভূমি ও কৃষ্ণনগর, পূৰ্ব দিগে ঢাকাজালালপুর ও ময়মনসিংহ, পশ্চিম দিগে মুঙ্গের ও বীরভূমি, ঐ দেশ রম দেশের মধ্যে অতিশয় কিন্তু অত্যন্ত কুস্তান, ই২ ১৭৮৪ বাণ ১১১১ শালে মেজর রেনেল ইহার চতুরশীয় ভূমি ১২১০১ ক্রোশ পরিমাণ করিয়াছিলেন, তখকালে তথা ২৪ ০০ ০০ ০ লক্ষ টাকা উপস্বত্ব হই ত, ইহার অন্তঃপাতি মেরিসিদাবাদ কাসিম বাজার বোয়ালিয়া ভগবানগোলা ও কুমারখালি পুস্তৃতি ত নক বাণিজ্য করণীয় নগর অাছে, এ দেশে যে রেশম জন্মে সে হিন্দুস্থানের লোকের ব্যবহার করে, ই২ ১৭৮৫ বা ২ ১ ১ ১ং শালে এই দেশ রামজীবন নামক এক ব্ৰাহ্মণকে অপিত হয়, সে ব্যক্তি এই রাজশাহী দেশের বর্তমান অধিকারিদিগের আদি পুরুষ ছিলেন, ই২ ১৮০ ১ বা ২ ১২০৮ শালে মারকুইস ওএল সলির আজ্ঞানুসারে এ দেশে ১৫ ০০ ০০ লগ পুজা নিরূপিত হইয়াছিল, তাহ iয় পাঁচ অথ২শ হিন্দু ও ভিন অথ২শ জীবন জাতি ছিল। ৪২০ | রাজাচোহন ৷ গগুওয়ান প্রদেশে রাজাচোহন্দ নামে এক বনময় দেশ আছে, ইহার পুধান নগরের নাম শোনহট তথা কে1ড়ার রাজা বাস করেন, এ দেশে কেবল বন ও পৰ্ব্বত তন্মধ্যে