পাতা:সন্দেশাবলি.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R> > ) অত্যন্ত্র ভূমিতে কৃষি কৰ্ম্ম হয়, তথা যে অল্প স~খ্যক মনুষ্য বাস করে তাহারা বন্য ও অতিশয় অসভ্য, এব০২ তথাকার লোকা লয়ের মধ্যে স্থানে ২ থাত ও অপবিত্র স্থান আছে, এই দেশের লোকের চোহন্স নামে খ্যাত, ইহার মহারাষ্ট্ৰীয়দিগকে কর পুদান করে, এই স্থানের ভূমিতে ধান্য পুভূতি শস্য অল্প জন্মে’ উক্ত শোনহাট নগরের দক্ষিণ দিগস্থ তাবৎ গ্রাম ক্ষুদ্র ২ তাহার পুত্যেক গ্রামে চারি পাচ গৃহস্থের অধিক নাই, উক্ত দেশের বন মধ্যে বৃহৎ ২ ব্যাসু ও চিত নামক আর এক জাতি ব্যাসু ও ভল্ল,ক এবং ব্যাস্তুের ন্যায় এক পুকার বিড়াল পুভূতি নানাবিধ ভয়ানক জন্তু আছে, ই০২ ১৭১০ বাণ১ ১ ১৯ ৭ শালে এই দেশ মহরাষ্ট্রীয় লোকের অধিকার করণের পূবৃ সময়ে তথা ঐ কোড়ার রাজা স্বাধীন ছিলেন। ৪২১ । রাজাদুগ ll বাল ঘাটে বাজাদুর্গ নামে এক ক্ষুদ্র দেশ আছে, ইহার প্রধান নগর মুলকাময় ও রাজদূর্গ এবং তথাকার প্রধান নদীর নাম হ'গৃ, এই দেশের মহারাষ্ট্ৰীয় রাজবংশীয়ের বিজয় নগরের দালা ঐ ব"শোদ্ভব, ইহার উক্ত দেশের সু-স হইলে পেনাকণ্ডি ও কন্দৃপি এব০২ আওরঙ্গজেবের অধিকারস্থ কতিপয় গ্রাম আক্রমণ করিল, ই২ ১৭৬৬ বাথ ১১৭৩ শালে হয়দরশাহ এই রাজাদুর্গ দেশ জয় করিয়াছিলেন, পরে ই০২ ১৭৮৮ বাণ২ ১ ১১৫ শালে হয়দরের পুত্র টীপু শাহ তথাকরি রাজাকে ধারণ করিয়া শ্রীরঙ্গপত্তনে প্রেরণ করিলেন, তথ। ঐ রাজা বহুবিধ কষ্টে দিনপাত করিয়া কালপুাপ্ত হইয়াছিলেন, ই০২ ১৭৯২ বাণ ১১১৯ শালের সন্ধিতে নিজামশাহকে এই দেশ আপণ করিলে ই০২ ১৭১১ বা°N ১২০৬ শালে তথাকার রাজপুত্র বেস্কটপ নাএকের জামাতা ব০২শোদ্ভব গোপাল নামক