পাতা:সন্দেশাবলি.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 、ふと、) এক ব্যক্তি এই দেশে দৌরাত্ম্য করণের উপক্রম করাতে সূত হইয়া হয়দরাবাদে পুেরিত হইয়াছিল, ইণ২১৮০ ০ বাণ২১২০৭ শালে উক্ত নিজাম শাহকর্তৃক পুনৰ্ব্বার এ দেশ ইলেণ্ডীরাদগকে অপিত হওয়াতে বেলারি নামক স্থান ভুক্ত হইয়াছে, এই ই০২ লণ্ডীয় লোকেরা উক্ত ব০২শীয়দিগের ভরণ পোযণার্থে তাহারদিগকে বেতন দিয়া থাকেন। ৪২২ ৷৷ রাজামন্দ্রি ৷ উত্তর সরকারে রাজামন্দ্রি নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে নিতকোল নামক স্থান, দক্ষিণ দিগে গোদাবরী নদী দ্বারা এলোর নামক স্থান এই দেশ হইতে পৃথক আছে, পূৰ্ব দিগে রঙ্গদেশের সমুদ্র মহনী, পশ্চিম দিগে হয়দরাবাদের নিজামের রাজ্য, ঐ দেশের পুয়ি সমুদয় স্থান গোদাবরী নদীর উত্তর দিগ ব্যাপিয়া আছে, সমুদ্র হইতে ৩৩ ক্রোশ অন্তর বৰ্ত্তিনী গোদাবরী নদীর দুই শাখার দ্বারা নগর নামক যে এক উপদ্বীপ হইয়াছে সেই উপদ্বীপ ত্রিকোণাকার, তাহার ব্যাস ৫০০ ক্রোশ, উক্ত রাজমন্দ্রি দেশের চতুরশীয় ভূমি পরিমাণ ১৭০০ ক্রোশ হইবেক, এই স্থানের গোদাবরী নদী তীরস্থ পৰ্ব্বত অবধি পহুনস নামক স্থান পর্যন্ত যে এক বৃহৎ অরণ্য অাছে তাহার মধ্যে বঙ্গদেশীয় মহনার পূদ্র দিগে অত্যু ক্তম বৃহৎ ২ কাষ্ঠ পাওয়া যায়, উক্ত নদী তীরে অনেক ইক্ষু উৎ পন্ন হয়, এই রাজামন্দ্রি দেশের প্রধান নগরের নাম রাজামাত্র ইঙ্গারাম কোরিঙ্গা বুন্দর মালাকা পেদ্ধাপুর ও পেটীপুর, কিন্তু কোরিঙ্গ ভিন্ন ইহার কোন নগর হইতে ভিন্ন দেশে বাণিজ্যের দুব্য প্রেরিত হয় না, ফেরেস্ত নামক গ্রন্থ কৰ্ত্তা লিথিয়াছেন যে ই° ১২১৫ বাণ২ ৭০২ শালে আলাউদ্বিন বাদশাহের দক্ষিণ দেশ আক্রমণ কালীন রাজামন্দ্রি দেশের রাজার স্বাধীন রাজা