( *、>8 } নামে এক নগর আছে, অতি পূৰ্ব্বকালে কোন মহানুভব মনুষ্য কর্তৃক রামেশ্বর তীর্থ যাত্রি দিগের রক্ষাথে রামনাদের বর্তমান অধিকারির পূৰ্ব্ব পুরুষের কোন এক ব্যক্তিকে উক্ত নগর প্রদত্ত হইয়াছিল, ইদানী০৯ এই নগরের রাজা পরলোক গমন করাতে মঙ্গলাস্তবরী নাম্নী তাহার রাণী ঈশ্বরী হইয়। রাজ্য প্রতি পালন করিতেছেন, তিনি ইণSলণ্ডীয়দিগকে রাজস্ব প্রদান করেন, ঞেহার পিতৃ পুরুষেরা যে এক দুর্গ নির্মাণ করিতেছিলেন তাহার নিকটে ঐ রাজার সমাজ গৃহ ও গ্রীষ্টীয়ানদিগের ধৰ্ম্মালয় আছে । ৪২৫ { রামপুর ll দিল্লি প্রদেশে কৌশল্য নদী তীরে বরেলি নগর সমৃক্ত রামপুর নামে এক নগর আছে, ই০২ ১ ৭ ৭ ৪ বাথ১ ১১৮১ শালে এই নগর এবণ২ বরেলি দেশ সন্ধি দ্বারা রোহেল খণ্ডের সৈনাধ্যক্ষ ফৈজুল্লা র্য নামক এক ব্যক্তি প্রাপ্ত হয়, তখন ইহার উপস্বত্ব তিন লক্ষ টাকা ছিল, এই ব্যক্তি যাবৎকাল পর্যন্ত রাজত্ব করিয়াছিল তাবৎ এই নগরের উন্নতি ছিল, এব০২ ইহার চতুৰ্বশ্ৰীয় ভূমি পরিমাণ ৪ ক্রোশ ও তাহার চতুৰ্দিগ নিবিড় ব০২শ বন দ্বারা বদ্ধ ছিল, তন্মধ্যে ১ ০০ ০০ ০ লক্ষ লোক গণিত হয় কিন্তু ইদানী" এই নগরের পরিসরের নূ্যনত হইয়া উক্ত স০২4}্যক লোকের ও পাচ অপ২শের একাণ২শ মাত্র অাছে, ই০২১৭১৪ রাপ ১২০ ১ শালে উক্ত ফৈজুল্ল র্যার মৃত্যু হওয়াতে তাহার পুত্র মহম্মদ আলি খাঁ উক্ত রাজ্যাধিকারী হইয় আপন কনিষ্ঠ ভূত গোলাম আলি খুঁ। কর্তৃক গুপ্তাঘাতে হত হইলেন, এব০২ এই গোলাম আলি খাঁ সেই সি-২হাসনে উপবেশন করিলেন, তৎপরে সর রাবট এবরকরম্বি, অধীন সৈন্যরা তাহাকে দূরীকরণ করণভিপ্রায়ে গমন করত বরেলি নগরের কএক 〔卒十*
পাতা:সন্দেশাবলি.djvu/৩০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।