( 、>G ) অগ্রে রোহিলার সৈন্য কর্তৃক আক্রান্ত হইল, কিন্তু তাহাতে ঘোর তর যুদ্ধ উপস্থিত হইয়া রোহিলার সৈন্যরা পরাভূত হয়, এই যুদ্ধে ইংলণ্ডীয়দিগের ছয় শতসৈন্য ও চৌদ্দজন সৈন্যাধ্যক্ষ বিনষ্ট হইয়াছিল, তৎপরে গোলাম মহম্মদ ই০২লণ্ডীয় দিগকে এই নগর সমপর্ণ করিল, এবং মৃত ফৈজুল্লা র্যার সঞ্চিত যে ৩২০০ ০০ স্বর্ণ মুদ্র ছিল সে সমুদয় অযোধ্যার নবাব আলফ উদ্বৌলাকে প্রদান করিল, তৎকালে এই আসফউদ্বেীল। ই০২ লণ্ডীয়দিগকে এগার লক্ষ টাকা উপটৌকন প্রদান করেন, তৎপরে ইলেণ্ডীয়েরা এই রামপুর নগর অযোধ্য রাজ্য ভুক্ত করিয়া ফৈজুল্লার পূপৌত্র মহম্মদ আলি র্যাকে তাহার কিয়দ^শ জাগির স্বরূপপুদান করিয়া ছিলেন, সেই সকল স্থানে সাস্থ২সরিক দশ লক্ষ টাকা উপস্বত্ব হইত, পরে ইহার হাসাবস্থা হইলে ঐ মহম্মদ আলি খাই ২ ১৮০১ বা ১২০৮ শালে ২ণ্ডীয়দিগকে উক্ত রামপুর অপর্ণ করিল, এই নগর বরেলি হইতে ৪০ ক্রোশ উত্তর পশ্চিম দিগে এবং দিল্লি নগরের পূর্বদিগে ১০ ক্রোশ অন্তর হইবেক ॥৪২৬৷৷ রামপুর li গুজরাট দেশে ও দাইল নামক স্থান হইতে ৮ ক্রোশ উত্তর পশ্চিম দিগে চালওয়ার নগর সন্মুক্ত রামপুর নামে এক নগর আছে, এই নগরের যে লোক যুদ্ধে হত হইয়াছে, তাছার দিগকে স্মরণ করিবার নিমিত্তে উক্ত নগ রের নিকটবর্তি স্থানে নানা কাৰ্ত্তি আছে, তদ্যুর ভিন্ন দেশীয় লোকেরা এই স্থানে যে কত যুদ্ধ হইয়াছিল তাহ অনায়াসে জানিতে পারে, এবং উক্ত নগরের সহমৃতা স্ত্রীদিগকে স্মরণার্থে ঐ রূপ কীৰ্ত্তি আছে, তন্মধ্যে রাজপুত জাতীয় যে গৃহস্থের এতদ্রুপ মৃত চিহ্ন আছে সে যদি যুদ্ধে বিরত হইয়া পলায়ন করে, তবে অত্যন্ত অপমানিত হয়, এইক্ষণে উক্ত নগরে উদুয়ান নামক এক ব্যক্তির অধিকার অাছে। ৪২৭ ৷৷
পাতা:সন্দেশাবলি.djvu/৩০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।