পাতা:সন্দেশাবলি.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *、> a } কোন পৰ্ব্বত শ্রেণী হইতে বহির্গত হইয়াছে, শাস্ত্রে এই নদী মন্দাকিনী নামে খ্যাত অাছে, কিন্তু হিন্দুজাতিরা যে পঞ্চ স্থানকে পুয়াগ তীৰ্থ বলিয়া ব্যক্ত করেন অর্থাৎ কর্ণপুয়াগ দেবপুয়াগ নন্দপুয়াগ বিষ্ণুপুয়াগ ও রুদ্রপুয়াগ এই পঞ্চ প্রয়াগ উক্ত শ্রীনগর পুদেশে আছে, তন্মধ্যে প্রথমোল্লেখিত যে কর্ণপুয়াগ * সে উক্ত পুদেশের অলকনন্দ ও পিন্দার নদীর মিলন স্থানে, তথা এক মঠের মধ্যে কর্ণ রাজার পুতিমূৰ্ত্তি আছে । ৪২৯ ৷৷ রোহতাস ll বাহার দেশে রোহতাস নামক এক দেশ ও তৎসমৃক্ত রোহতাস নামে এক দুর্গ আছে, এই দুর্গ অতি বৃহৎ পৰ্ব্বতোপরি স্থাপিত, সেই পৰ্ব্বতে আরোহণ করিবার জন্যে দুই ক্রোশ পর্যন্ত উচ্চ পথ আছে, এই পথ পবৃতের নিম্নভাগ হইতে আরম্ভ হইয়। ঐ দুর্গের তিন দ্বার পর্যন্ত উচ্চ হইয়াছে, ঐ পৰ্ব্ব তের পরিসর ১০ ক্রোশের অধিক হইবেক, তন্মধ্যে নগর গ্রাম ক্ষেত্রভূমি জলাশয় ও বন আছে, এবং তাহার এক দিগ দিয়া শোণ নদ ও অন্য দিগ দিয়া আর এক নদী গমন করত কিয়দূরে উভয়ে মিলিত হওয়াতে এই পৰ্বতের ত্রিকোণ প্রায়দ্বীপের ন্যায় গঠন হইয়াছে, ই২ ১৫ ৪২ বাণ১ ১৪৯ শালে আফগান জাতীয় সের শাহ যখন রাজ চিন্তামনের নিকট হইতে কৌশল ক্রমে এই দুর্গ অধিকার করেন তখন এই স্থানের পথ অতি দুর্গম বোধ হইত, ঐ রাজা হিন্দুস্থানের এই অপ২শের হিন্দু রাজাদিগের

  • ------
  • মূল গ্রন্থকর্তা রুদুপুয়াগ ও কর্ণ প্রয়াগের বিস্তার লিখেন নাই তন্নিমিত্তে উক্ত উভয় পুয়াগকে ভিন্ন ২ স্থানে অর্থাৎ ককারে কর্ণ পুয়াগ_এবং রকারে রুদ্রপুয়াগ না লিথিয়৷ তদুভয়কে এক স্থানে লিথ গেল ।

ঘ 8